বেলা ১১টায় সিবিআই দফতরে পৌঁছন দিল্লির মুখ্যমন্ত্রী। সিবিআই দফতরে যাওয়ার আগে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধির স্মৃতিসৌধে সম্মান জানান 'মাফলার ম্যান' কেজরি। তারপর আপ নেতারা সহ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান তাঁকে সিবিআই দফতরে পৌঁছে দেন। সিবিআই দফতরে হাজিরা দেওয়ার আগে একটি ভিডিয়ো বার্তায় তিনি তীক্ষ্ণ আক্রমণ শাণান কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশে।
advertisement
ভিডিয়ো বার্তায় কেজরিওয়াল বলেন, 'বিজেপির দাবি আমি দুর্নীতিগ্রস্ত। আমি আয়কর দফতরের কমিশনার ছিলাম। চাইলেই আমি কোটি কোটি টাকা আয় করতে পারতাম! আমি যদি দুর্নীতিগ্রস্থ হই তাহলে পৃথিবীতে কেউ সৎ নয়। আমি সিবিআই-এর মুখোমুখি হব। আমি কোনও অন্যায় করিনি। আমার লুকানোর কিছু নেই। সব প্রশ্নের উত্তর সোজাসুজি দেব।" তাঁর কথায়, "যদি অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতিগ্রস্ত হয় তবে এই বিশ্বে আর কেউ নেই যে কিনা সৎ।'
আরও পড়ুন: ডায়াবেটিসে বিষ...! ব্লাড সুগারের স্পাইককে সপ্তমে চড়িয়ে দেবে এই খাবারগুলি! ভুলেও খাবেন না!
এরপরে সিবিআই সদর দফতরের সামনে প্রতিবাদে ধরনায় বসেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, আপ সাংসদ সঞ্জয় সিং ও রাঘব চাড্ডা-সহ আম আদমি পার্টির নেতারা। বিক্ষোভকারীদের বক্তব্য, কেজরিওয়ালকে না নিয়ে ফিরবেন না তাঁরা। কেজরিওয়ালের জিজ্ঞাসাবাদ চলাকালীনই আটক করা হয় সঞ্জয় সিং ও রাঘব চাড্ডাদের। দিল্লির কয়েকটি জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজন আপ সমর্থককে।
প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় একযোগে তদন্ত করছে ইডি ও সিবিআই। সম্প্রতি ইডির তরফে আদালতে চার্জশিটও জমা দেওয়া হয়েছে। সেই চার্জশিটেই স্পষ্ট দাবি করা হয়েছে, আবগারি দুর্নীতি মামলার অন্য়তম অভিযুক্ত মদ ব্যবসায়ী সমীর মাহেন্দ্রুর সঙ্গে কথা বলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই মামলাতেই বর্তমানে কারাবন্দি রয়েছেন কেজরিওয়ালের ডেপুটি মণীশ সিসোদিয়া। এবার খোদ মুখ্যমন্ত্রীকেই তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী দল। এই নিয়ে শুরু হয়েছে তুমুল চাপানউতর। উত্তপ্ত রাজধানীর রাজ্য-রাজনীতি।