TRENDING:

Delhi Violence: ‘হিন্দু মরল, মুসলমান মরল, পুলিশ মরল, লাভ হল কার?’, দিল্লি হিংসা নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের

Last Updated:

দিল্লি হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘ এই পরিস্থিতির জন্য বহিরাগতরাই হিংসায় দায়ী ৷ দিল্লির মানুষ হিংসা চায় না ৷ এই পরিস্থিতি দিল্লির ‘আম আদমি’ সৃষ্টি করেনি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অশান্তির আগুনে জ্বলছে দিল্লি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ৷ একইসঙ্গে রাজনীতির উত্তাপে পুড়ছে জাতীয় রাজনীতি। বিরোধীদের নিশানায় কেন্দ্রের সঙ্গে সঙ্গে দিল্লির কেজরিওয়াল সরকারও। বুধবার দিল্লির হিংসাত্মক পরিস্থিতির জন্য অরবিন্দ কেজরিওয়াল বহিরাগতদেরই দায়ী করলেন ৷ একইসঙ্গে পরিস্থি্তি নিয়ন্ত্রণে আনতে সেনা নামানোর আর্জি দিল্লি মুখ্যমন্ত্রীর ৷ বললেন, ‘সাধারণ মানুষ হিংসা চায় না ৷ হিংসায় সকলেরই ক্ষতি ৷’
advertisement

দিল্লি হিংসায় নিহত হেড কনস্টেবল রতনলালের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ মৃতের পরিবারকে ১ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেন তিনি ৷ একইসঙ্গে তাঁর পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ৷ মঙ্গলবার তিনি রতনলালের বাড়িতেও গিয়েছিলেন ৷

এদিন দিল্লি হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘ এই পরিস্থিতির জন্য বহিরাগতরাই হিংসায় দায়ী ৷ দিল্লির মানুষ হিংসা চায় না ৷ এই পরিস্থিতি দিল্লির ‘আম আদমি’ সৃষ্টি করেনি ৷ কয়েকজন দুষ্কৃতী হিংসা ছড়াচ্ছে ৷ হেড কনস্টেবল রতনলালের বলিদান ব্যর্থ হবে না ৷ হিংসায় সকলেরই ক্ষতি ৷ দিল্লিবাসী হিন্দু-মুসলমানরা হিংসায় দুই ধর্মের মানুষেরই মৃত্যু ৷ মানুষের মৃত্যুতে আধুনিক দিল্লি হবে না ৷ হিংসার রাজনীতি বরদাস্ত নয় ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

CAA বিরোধী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ। রক্তাক্ত রাজধানীর রাজপথ। উত্তর-পূর্ব দিল্লিতে সংঘর্ষে এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত ২০০-এরও বেশি ৷ গুরুতর আহত অবস্থায় আরও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার ভোররাতে নতুন করে ব্রহ্মপুরী-মুস্তাফাবাদে অশান্তির খবর মেলে। চলে পাথর বৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চারটি এলাকায় কার্ফু জারি রয়েছে। দেখা মাত্র পুলিশকে গুলি করারও নির্দেশ। সীলমপুর, মউজপুরে বাড়ানো নিরাপত্তা। পুলিশ, কমব্যাট ফোর্সের সঙ্গে এলাকায় টহল দিচ্ছে আধা সেনা। পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার রাতে সীলমপুর এলাকা ঘুরে দেখেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বৈঠক করেন পুলিশের সঙ্গেও। অশান্ত পরিস্থিতির কথা মাথায় রেখে উত্তর-পূর্ব দিল্লিতে CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত। এই এলাকায় ৮৬টি পরীক্ষা কেন্দ্র রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Violence: ‘হিন্দু মরল, মুসলমান মরল, পুলিশ মরল, লাভ হল কার?’, দিল্লি হিংসা নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল