TRENDING:

Sukanya Mondal at ED office: দিল্লির ইডি দফতরে সুকন্যা, সায়গলের সামনে বসিয়ে চলছে জিজ্ঞাসাবাদ

Last Updated:

গরু পাচার মামলার তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের মেয়েরও বিপুল সম্পত্তির খোঁজ পায় ইডি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: শেষ পর্যন্ত গরু পাচার মামলায় দিল্লিতে গিয়ে ইডি-র মুখোমুখি হলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল৷ সুকন্যা যে দিল্লির ইডি দফতরে আজ হাজিরা দিতে পারেন, আগে থেকেই সেই সম্ভাবনা তৈরি হয়েছিল৷ সেই মতো আজ সকাল দশটার কিছু পরে দিল্লির ইডি দফতরে ঢুকতে দেখা যায় সুকন্যাকে৷
দিল্লির ইডি দফতরে অনুব্রত কন্যা সুকন্যা৷
দিল্লির ইডি দফতরে অনুব্রত কন্যা সুকন্যা৷
advertisement

এই মুহূর্তে দিল্লিতে ইডি হেফাজতেই রয়েছেন অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন৷ ইডি সূত্রে খবর, প্রথমে আলাদা ভাবে জিজ্ঞাসাবাদের পর সায়গলের সামনে বসিয়ে সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর৷

আরও পড়ুন: তৃণমূলের নজরে অবিভক্ত মেদিনীপুর, লোকসভায় ৫-০ শূন্য করতে প্রস্তুতি শুরু তৃণমূলের

গরু পাচার মামলার তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের মেয়েরও বিপুল সম্পত্তির খোঁজ পায় ইডি৷ প্রাথমিক স্কুলের শিক্ষিকা সুকন্যা এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে পেলেন, তা জানতে চায় ইডি৷ তদন্তকারীদের সন্দেহ, গরু পাচারের টাকাই সুকন্যার মাধ্যমে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছিল৷

advertisement

সুকন্যাকে অবশ্য আগেও দিল্লিতে তলব করেছিল ইডি৷ কিন্তু সেই তলব এড়িয়েছিলেন সুকন্যা৷ ফের তাঁকে নোটিস পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ আজ ২ নভেম্বরই সুকন্যাকে দিল্লিতে তলব করা হয়েছিল৷ ঘটনাচক্রে আজই গরু পাচার মামলায় অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পীঠকে কলকাতায় সিবিআই সদর দফতরে তলব করা হয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সায়গলের হোসেনের সামনে বসিয়ে তারা কাকে কাকে জিজ্ঞাসাবাদ করতে চায়, কিছুদিন আগে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে একটি নামের তালিকা জমা দিয়েছিল ইডি{ সেই তালিকায় নাম ছিল সুকন্যারও এর পাশাপাশি সায়গলের মা, স্ত্রী এবং শ্যালককেও দিল্লিতে তলব করেছে ইডি৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Sukanya Mondal at ED office: দিল্লির ইডি দফতরে সুকন্যা, সায়গলের সামনে বসিয়ে চলছে জিজ্ঞাসাবাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল