এই মুহূর্তে দিল্লিতে ইডি হেফাজতেই রয়েছেন অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন৷ ইডি সূত্রে খবর, প্রথমে আলাদা ভাবে জিজ্ঞাসাবাদের পর সায়গলের সামনে বসিয়ে সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর৷
আরও পড়ুন: তৃণমূলের নজরে অবিভক্ত মেদিনীপুর, লোকসভায় ৫-০ শূন্য করতে প্রস্তুতি শুরু তৃণমূলের
গরু পাচার মামলার তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের মেয়েরও বিপুল সম্পত্তির খোঁজ পায় ইডি৷ প্রাথমিক স্কুলের শিক্ষিকা সুকন্যা এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে পেলেন, তা জানতে চায় ইডি৷ তদন্তকারীদের সন্দেহ, গরু পাচারের টাকাই সুকন্যার মাধ্যমে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছিল৷
advertisement
সুকন্যাকে অবশ্য আগেও দিল্লিতে তলব করেছিল ইডি৷ কিন্তু সেই তলব এড়িয়েছিলেন সুকন্যা৷ ফের তাঁকে নোটিস পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ আজ ২ নভেম্বরই সুকন্যাকে দিল্লিতে তলব করা হয়েছিল৷ ঘটনাচক্রে আজই গরু পাচার মামলায় অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পীঠকে কলকাতায় সিবিআই সদর দফতরে তলব করা হয়েছে৷
সায়গলের হোসেনের সামনে বসিয়ে তারা কাকে কাকে জিজ্ঞাসাবাদ করতে চায়, কিছুদিন আগে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে একটি নামের তালিকা জমা দিয়েছিল ইডি{ সেই তালিকায় নাম ছিল সুকন্যারও এর পাশাপাশি সায়গলের মা, স্ত্রী এবং শ্যালককেও দিল্লিতে তলব করেছে ইডি৷