ডিজাইনার ও স্টাইলিস্ট অনুপম চট্টোপাধ্যায়ের ব্র্যান্ড 'ওয়ারসি' নববর্ষ উপলক্ষে লঞ্চ করল একগুচ্ছ নজরকাড়া অ্যান্টিফিট পোশাকের কালেকশন। পুরুষ ও মহিলা-দুয়েরই জন্য। প্রতিটি পোশাক হ্যান্ডলুম-এর। গরমকালের জন্য আদর্শ।
কিছুদিন আগে পর্যন্ত ছিল ফিটেড পোশাকের চল। কিন্তু এখন দৃশ্যটা ৩৬০ ডিগ্রি বদলে গিয়েছে। ফ্যাশন দুনিয়ায় রাজ করছে অ্যাসিমেট্রিক কাট-এর, ফিটিংস বিহীন আউটফিট। এ'রকম পোশাকের একটা বিশাল ইউএসপি রয়েছে-- ভুঁড়ি লোকাতে আর কষ্ট করতে হবে না।
advertisement
অনুপম এক্সপেরিমেন্ট করেছেন কাট ও লেয়ারিং নিয়ে। রয়েছে লং ড্রেস, টোগা ড্রেস, লেয়ারড ড্রেস, মলমল ও খাদি কাপড়ের হাঁটুঝুল ফ্রক।
পুরুষরা ইক্কতের ট্রাউজার টিম আপ করতে পারেন খাদি অ্যান্টিফিট শার্টের সঙ্গে। নবর্বষের সন্ধেবেলায় বেছে নিন বক্সি কুর্তা বা অ্যাসিমেট্রিক কুর্তা।
রইল ৬-রকম স্টাইলিংয়ের হদিশ-
১) বিকেলের ঘরোয়া আড্ডার জন্য পারফেক্ট হ্যান্ডলুমের বোটনেক ফ্রক। অ্যাংকেল লেনথ, ঢোলা স্লিভ।
২) ছাইরঙা ঢোলা গাউনে সরু কালো স্ট্রাইপ, চওড়া স্কার্ট পাড়। ওপরে হ্যান্ডলুমের লং শ্রাগ-এ পোলকা ডট।
৩) চিরন্তনী চেকস-এর, শার্টের ধাঁচের এই লং ফ্রক ছোটবেলার স্মৃতি উষকে দেবে। বহু স্কুলে ছিল চেক কাপড়ের ইউনিফর্ম। ড্রেসটি স্ট্রেট কাট-এ নামলেও, নিচে অ্যাসিমেট্রিক কাট--সামনে কম ঝুল, পিছনে লম্বা। হাতায় ফ্লেয়ার, রয়েছে পকেটও।
৪) ভেজিটেবল ডাই করা, ঘেরওয়ালা লং ফ্রক। হাতায় পুরনো দিনের স্টাইলে কুচি।
৫) সান্ধ্য পার্টির জন্য আদর্শ সাদা মলমলের মাটিছোঁয়া গাউন। স্টাইলিশ, এলিগ্যান্ট!
৬) হ্যান্ডলুমের অ্যান্টিফিট কুর্তার সঙ্গে ইক্কতের সিগার প্যান্ট। গলায় ক্যাসুয়ালি জড়িয়ে নিন চান্দেরির স্কার্ফ।