TRENDING:

Anant Ambani Exclusive Interview: তাঁর মায়ের কাছ থেকেই বন্যপ্রাণ বাঁচানোর অণুপ্রেরণা পেয়েছেন, একান্ত সাক্ষাৎকারে জানালেন মুকেশপুত্র অনন্ত আম্বানি

Last Updated:

Anant Ambani Exclusive Interview: নিউজ১৮ ইন্ডিয়াকে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন অনন্ত। সেই সাক্ষাৎকারে তিনি বলেন নিজের পশুপ্রেম নিয়ে৷ অনন্ত বলেন, তাঁদের বাবা মুকেশ আম্বানি বেড়াতে নিয়ে যেতেন জঙ্গলে৷ স্কুলের ছুটিতেও তাঁরা জঙ্গলেই বেড়াতে যেতেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির সঙ্গে শিল্পপতি বীরেন মার্টেন্টের মেয়ে রাধিকার প্রি ওয়েডিং অনুষ্ঠানের প্রস্তুতি তুঙ্গে। এরই মাঝে নিউজ১৮ ইন্ডিয়াকে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন অনন্ত। সেই সাক্ষাৎকারে তিনি বলেন নিজের পশুপ্রেম নিয়ে৷ তাঁর কথায় বন্যপ্রাণ সংরক্ষণের জন্য তিনি নিজের মায়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন৷
অনন্ত অম্বানি
অনন্ত অম্বানি
advertisement

অনন্ত বলেন, তাঁদের বাবা মুকেশ আম্বানি বেড়াতে নিয়ে যেতেন জঙ্গলে৷ স্কুলের ছুটিতেও তাঁরা জঙ্গলেই বেড়াতে যেতেন৷ তাই তাঁরা সকলেই বন্যপ্রাণী খুব ভালবাসেন৷ উনি বলেন, ‘‘বন্যপ্রাণ বাঁচানোর জন্য আমি আমার মায়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি৷ ছোট থেকেই মা শিখিয়েছেন কী করে জন্তু জানোয়ারদের সেবা যত্ন করতে হয়৷ মা শিখিয়েছেন অবোলাদের সেবাই সবথেকে বড় সেবা এবং পরম ধর্ম৷’’

advertisement

আরও পড়ুন : গুজরাতের জামনগরে তৈরি হচ্ছে সবচেয়ে বড় চিড়িয়াখানা, জানালেন অনন্ত আম্বানি

জন্তু জানোয়ারদের উদ্ধার ও পুনর্বাসনের জন্য তাঁরা ‘বনতারা’ কেন্দ্র তৈরি করেছেন বলে জানান৷ যখন শুরু করেছিলেন তখন ১০০ একর জমিতে ১ লক্ষের বেশি জন্তু জানোয়ার ছিল৷ অনন্ত জানান তাঁর বাবা বলেছেন, এমন কাজ করতে যাতে সকলের ভাল হয়৷ ধীরে ধীরে এখন ২ হাজার থেকে ২.৫ হাজার একর জমিতে উদ্ধারকেন্দ্র তৈরি করা হয়েছে৷

advertisement

অনন্ত-রাধিকার প্রি ওয়েডিং অনুষ্ঠানের প্রস্তুতি তুঙ্গে

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

সাক্ষাৎকারে অনন্ত আরও জানান যে প্রাণী উদ্ধারকেন্দ্র ‘বনতারা’-য় ৬ টা অস্ত্রোপচার কেন্দ্র আছে৷ রয়েছে এমআরআই এবং সিটি স্ক্যানের সুবিধেও৷ বন্দোবস্ত করা হয়েছে রোবোটিক সার্জারি এবং সার্জারি যন্ত্রেরও৷ এখনও পর্যন্ত ২৫ হাজারের বেশি জন্তু জানোয়ার উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani Exclusive Interview: তাঁর মায়ের কাছ থেকেই বন্যপ্রাণ বাঁচানোর অণুপ্রেরণা পেয়েছেন, একান্ত সাক্ষাৎকারে জানালেন মুকেশপুত্র অনন্ত আম্বানি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল