TRENDING:

New e-Emergency Visa| কাবুলের জন্য জান কবুল, আফগানদের আশ্রয় দিতে ধর্ম দেখবে না ভারত

Last Updated:

New e-Emergency Visa| ভারত সরকারের হেল্পলাইন নম্বর 9717785379, মেল আইডি-meahelpdeskindia@gmail.com

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আফগানিস্তানের আটকে থাকা ব্যক্তিদের জন্য ই-ভিসা (New e-Emergency Visa) কাবুলের চালু করছে ভারত। এমার্জেন্সি এক্স মিসলেনিয়াস নামক এই বিশেষ ভিসার সাহায্যে ধর্ম নির্বিশেষে যে কোনও বিপদগ্রস্থ ব্যক্তি আফগানিস্তান থেকে ভারতে আশ্রয় নিতে আসতে পারবেন। সূত্রের খবর, আগে আফগানদের জন্য এই ধরনের ভিসা ব্যবস্থা ভারতীয় দূতাবাসে না। সশরীরে ভিসা অফিসে হাজির থেকে কাগজপত্র জমা দিতে হতো। কিন্তু তালিবান কাবুল দখল করার ফলেই এখন কাবুলে ভারতীয় দূতাবাসে দরজা কার্যত বন্ধ। পাশাপাশি বেকায়দায় বহু আফগান নাগরিক। এই কারণেই ই ভিসা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  ইতিমধ্যে একটি হেল্পলাইন নাম্বার ও চালু হয়েছে। বিশেষ আফগানিস্তান সেলও চালু করেছে বিদেশমন্ত্রক। ভারত সরকারের হেল্পলাইন নম্বর 9717785379,  মেল আইডি-meahelpdeskindia@gmail.com
advertisement

সূত্রের খবর, যে কোনও আফগান নাগরিকই এই ভিসার জন্য আবেদন জানাতে পারেন। দিল্লির তরফের আবেদনকারীর নথি পরীক্ষা করে তাঁকে অন্তত ছয় মাসের জন্য প্রাথমিক ভাবে থাকার অনুমতি দেওয়া হবে এই রাষ্ট্রে। ভিসার জন্য কী কী নথি জমা দিতে হবে, তা খুব শিগগিরই এই পোর্টালে আপলোড করা হবে বলে সরকারি সূত্রের খবর।

advertisement

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তায় রয়েছে ভারত। তালিবানের আধিপত্য় থেকে বাঁচতে আফগানিস্তান ছাড়ার ধুম পড়ে গিয়েছে সেই দেশের নাগরিকদের মধ্যে। বহু দেশেই আফগান নাগরিকরা আশ্রয় নিতে চাইছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

এর মধ্যেই আজ দেশে ফিরেছেন আফগানিস্থানে আটকে থাকা প্রায় ১৩০ জন ভারতীয় দূতাবাসকর্মী। আফগানিস্তানের সাধারণ মানুষের প্রতিও ভারতীয় ভূখণ্ডের পূর্ণ সহানুভূতি আছে এটা বুঝিয়ে দিচ্ছে কেন্দ্র। যদিও এই সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলি একমত নয়। আজই তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, "আফগানিস্তান থেকে যে সমস্ত শরণার্থীরা ভারতে আসছেন তাদের আশ্রয় দেওয়া নিয়ে ভারতে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিতে হবে আমরা রাতারাতি দরজা খুলে দিতে পারিনা, পাকিস্তানে জঙ্গি সংগঠনগুলো তালিবানদের থেকে উৎসাহ পারে।"

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
New e-Emergency Visa| কাবুলের জন্য জান কবুল, আফগানদের আশ্রয় দিতে ধর্ম দেখবে না ভারত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল