সূত্রের খবর, যে কোনও আফগান নাগরিকই এই ভিসার জন্য আবেদন জানাতে পারেন। দিল্লির তরফের আবেদনকারীর নথি পরীক্ষা করে তাঁকে অন্তত ছয় মাসের জন্য প্রাথমিক ভাবে থাকার অনুমতি দেওয়া হবে এই রাষ্ট্রে। ভিসার জন্য কী কী নথি জমা দিতে হবে, তা খুব শিগগিরই এই পোর্টালে আপলোড করা হবে বলে সরকারি সূত্রের খবর।
advertisement
আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তায় রয়েছে ভারত। তালিবানের আধিপত্য় থেকে বাঁচতে আফগানিস্তান ছাড়ার ধুম পড়ে গিয়েছে সেই দেশের নাগরিকদের মধ্যে। বহু দেশেই আফগান নাগরিকরা আশ্রয় নিতে চাইছেন।
এর মধ্যেই আজ দেশে ফিরেছেন আফগানিস্থানে আটকে থাকা প্রায় ১৩০ জন ভারতীয় দূতাবাসকর্মী। আফগানিস্তানের সাধারণ মানুষের প্রতিও ভারতীয় ভূখণ্ডের পূর্ণ সহানুভূতি আছে এটা বুঝিয়ে দিচ্ছে কেন্দ্র। যদিও এই সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলি একমত নয়। আজই তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, "আফগানিস্তান থেকে যে সমস্ত শরণার্থীরা ভারতে আসছেন তাদের আশ্রয় দেওয়া নিয়ে ভারতে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিতে হবে আমরা রাতারাতি দরজা খুলে দিতে পারিনা, পাকিস্তানে জঙ্গি সংগঠনগুলো তালিবানদের থেকে উৎসাহ পারে।"