TRENDING:

মসজিদ খালি করতে রাজি ছিলেন না মৌলানা, মাঝরাতে আসরে নামলেন দোভাল

Last Updated:

করোনা ভাইরাস সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে দিল্লির ওই মসজিদে প্রায় দেড় থেকে দু' হাজার মানুষ জড়ো হয়েছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নিয়ম ভেঙে জমায়েত৷ তার থেকে অসংখ্য মানুষের শরীরে ছড়াল করোনা সংক্রমণ৷ তার পরেও জমায়েতে অংশগ্রহণকারীদের শারীরিক পরীক্ষার জন্য মসজিদ থেকে বের করতে রাজি ছিলেন না দিল্লির নিজামুদ্দিন মার্কাজ মসজিদের প্রধান মৌলানা সাদ৷ এই পরিস্থিতিতে গভীর রাতে আসরে নেমে পরিস্থিতি সামাল দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুরোধেই তিনি বিষয়টিতে হস্তক্ষেপ করেন বলে জানা গিয়েছে৷
advertisement

স্বরাষ্ট্রমন্ত্রকের এক শীর্ষ কর্তাকে উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনই দাবি করা হয়েছে৷ সেই সূত্র অনুযায়ী, ২৮ মার্চ রাত দুটো নাগাদ দিল্লির নিজামুদ্দিন মার্কাজে পৌঁছন দোভাল৷ এর পর তিনিই মসজিদের প্রধান মৌলানাকে বোঝান যে ধর্মীয় সমাবেশে অংশগ্রহণকারীদের শারীরিক পরীক্ষা করিয়ে কোয়ারেন্টাইন করা প্রয়োজন৷

৯ জন করোনা আক্রান্ত ইন্দোনেশিয়ার নাগরিক ওই মসজিদের সমাবেশে যোগ দিয়েছিলেন৷ তাঁদের চিহ্নিত করে ফেলেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি৷ সেই সূত্রেই গোটা বিষয়টি সম্পর্কে অবহিত ছিলেন অমিত শাহ এবং অজিত দোভাল৷ যেহেতু দোভালের সঙ্গে মুসলিম ধর্মগুরুদের সম্পর্ক ভাল, তাই মসজিদ খালি করার জন্য তাঁকেই দায়িত্ব দেন শাহ৷ তাঁর হস্তক্ষেপের পরেই গোটা মসজিদ খালি করার বিষয়ে রাজি হয় কর্তৃপক্ষ৷

advertisement

করোনা ভাইরাস সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে দিল্লির ওই মসজিদে প্রায় দেড় থেকে দু' হাজার মানুষ জড়ো হয়েছিলেন৷ তাঁদের মধ্যে বহু বিদেশিও ছিলেন৷ সমাবেশে হাজির অনেকের শরীরেই করোনা সংক্রমণ ধরা পড়েছে৷ এঁদের মধ্যে বহু মানুষই যাঁর যাঁর রাজ্যে ফিরে গিয়েছেন৷ তাঁদের এখন চিহ্নিত করার চেষ্টা করছে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

কেন্দ্রের কাছে থাকা তথ্য অনুযায়ী, ওই সমাবেশে অন্তত ২১৬ জন বিদেশি নাগরিক হাজির ছিলেন৷ তাঁরা অধিকাংশই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং বাংলাদেশের বাসিন্দা৷ অভিযোগ, এঁদের অধিকাংশ ট্যুরিস্ট ভিসা নিয়ে এ দেশে ঢুকে পড়ে ধর্মীয় প্রচার করছিলেন৷ এঁদের খুঁজে বের করে কড়া আইনি পদক্ষেপ করছে কেন্দ্র৷ ভবিষ্যতে তাঁদের আর এ দেশে ঢুকতে দেওয়া হবে না৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
মসজিদ খালি করতে রাজি ছিলেন না মৌলানা, মাঝরাতে আসরে নামলেন দোভাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল