TRENDING:

Delhi Air Pollution: দিল্লির অবস্থা চূড়ান্ত খারাপ! দূষণ কমাতে প্রথম বার কৃত্রিম বৃষ্টি নামবে রাজধানীতে

Last Updated:

দিল্লির মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন, ‘দিল্লিতে প্রথমবার ক্লাউড সিডিংয়ের মাধ্যমে কৃত্রিম বৃষ্টি নামানোর প্রস্তুতি শেষ৷ আজ, বুরারি এলাকায় পরীক্ষামূলক ভাবে সেই বৃষ্টি নামানোও হয়েছে৷’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: গত সোমবার থেকে শুরু হয়েছে বাজি, রোশনাইয়ের উদযাপন৷ আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বায়ুদূষণের মাত্রা৷ পুওর থেকে সিভিয়ার হয়ে গিয়েছে দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (AQI)৷ এরপর থেকেও টানা চূড়ান্ত খারাপ নয়াদিল্লির বাতাস৷ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB)-এর দেওয়া তথ্য অনুযায়ী, আনন্দ বিহারে শুক্রবার AQI ছিল ৪০২, যা ‘সিভিয়ার’ ক্যাটেগরিতে পড়ে৷ বৃহস্পতিবারের ৪২৯ -এর তুলনায় এই মাত্রা কম হলেও দিল্লির বাতাস এখনও সেই বিষই৷
News18
News18
advertisement

দিল্লির AIIMS হাসপাতালের চারপাশের এলাকায় শুক্রবার সকাল ৭টা নাগাদ AQI ছিল ২৯৫৷ আরকে পুরম ৩১৬, দ্বারকা সেক্টর ৮ ২৯২৷

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বড় সিদ্ধান্ত নিয়েছে দিল্লি প্রশাসন৷ জানা গিয়েছে, এ সপ্তাহের মধ্যে যদি প্রাকৃতিক বৃষ্টি না হয়, তাহলে আগামী সপ্তাহের শুরুর দিকেই দিল্লিজুড়ে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করবে তারা৷ IIT কানপুর থেকে ক্লাউড সিডিংয়ের চেষ্টা চালানো হবে বলে জানা গিয়েছে৷

advertisement

আরও পড়ুন :বাইকের সঙ্গে সংঘর্ষের পরেই চলন্ত বাসে আগুন! ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, আবহাওয়া দফতর জানিয়েছেন, আগামী ২৮, ২৯ এবং ৩০ অক্টোবর দিল্লির আকাশে মেঘ থাকতে পারে৷ তেমনটা হলে ২৯ অক্টোবর কৃত্রিম বৃষ্টির চেষ্টা চালানো হতে পারে, যদি বাকি সমস্ত পরিস্থিতি অনুকূল থাকে৷

advertisement

দিল্লির মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন, ‘দিল্লিতে প্রথমবার ক্লাউড সিডিংয়ের মাধ্যমে কৃত্রিম বৃষ্টি নামানোর প্রস্তুতি শেষ৷ আজ, বুরারি এলাকায় পরীক্ষামূলক ভাবে সেই বৃষ্টি নামানোও হয়েছে৷’

আরও পড়ুন- রাশিফল ২৪ অক্টোবর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

তিনি লিখেছেন, ‘এটা যে শুধুমাত্র প্রযুক্তিগত দিক থেকে ঐতিহাসিক ঘটনা তা-ই নয়, এটা দিল্লির দূষণের মোকাবিলা করার এক বিজ্ঞানসম্মত সমাধানও বটে৷ সরকারের উদ্দেশ্য রাজধানীর বাতাস পরিষ্কার রাখা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা৷’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Air Pollution: দিল্লির অবস্থা চূড়ান্ত খারাপ! দূষণ কমাতে প্রথম বার কৃত্রিম বৃষ্টি নামবে রাজধানীতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল