দিল্লির AIIMS হাসপাতালের চারপাশের এলাকায় শুক্রবার সকাল ৭টা নাগাদ AQI ছিল ২৯৫৷ আরকে পুরম ৩১৬, দ্বারকা সেক্টর ৮ ২৯২৷
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বড় সিদ্ধান্ত নিয়েছে দিল্লি প্রশাসন৷ জানা গিয়েছে, এ সপ্তাহের মধ্যে যদি প্রাকৃতিক বৃষ্টি না হয়, তাহলে আগামী সপ্তাহের শুরুর দিকেই দিল্লিজুড়ে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করবে তারা৷ IIT কানপুর থেকে ক্লাউড সিডিংয়ের চেষ্টা চালানো হবে বলে জানা গিয়েছে৷
advertisement
আরও পড়ুন :বাইকের সঙ্গে সংঘর্ষের পরেই চলন্ত বাসে আগুন! ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, আবহাওয়া দফতর জানিয়েছেন, আগামী ২৮, ২৯ এবং ৩০ অক্টোবর দিল্লির আকাশে মেঘ থাকতে পারে৷ তেমনটা হলে ২৯ অক্টোবর কৃত্রিম বৃষ্টির চেষ্টা চালানো হতে পারে, যদি বাকি সমস্ত পরিস্থিতি অনুকূল থাকে৷
দিল্লির মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন, ‘দিল্লিতে প্রথমবার ক্লাউড সিডিংয়ের মাধ্যমে কৃত্রিম বৃষ্টি নামানোর প্রস্তুতি শেষ৷ আজ, বুরারি এলাকায় পরীক্ষামূলক ভাবে সেই বৃষ্টি নামানোও হয়েছে৷’
তিনি লিখেছেন, ‘এটা যে শুধুমাত্র প্রযুক্তিগত দিক থেকে ঐতিহাসিক ঘটনা তা-ই নয়, এটা দিল্লির দূষণের মোকাবিলা করার এক বিজ্ঞানসম্মত সমাধানও বটে৷ সরকারের উদ্দেশ্য রাজধানীর বাতাস পরিষ্কার রাখা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা৷’
