ক্যাপ্টেন জোয়া আগরওয়াল জানিয়েছেন, “আমি গর্বিত একজন মহিলা হিসেবে রাষ্ট্রসংঘের প্রতিনিধিত্ব করতে পারছি। এয়ার ইন্ডিয়ার কর্মী হিসেবেও নিজেকে গর্বিত মনে হচ্ছে।”
জোয়ার এই অসামান্য ইচ্ছাশক্তি ও নিজের কাজের প্রতি নিষ্ঠা পরবর্তী প্রজন্মের মেয়েদের অনুপ্রাণিত করবে। তাঁরাও তাঁদের স্বপ্ন পূরণের লক্ষ্যে হার না মানার মনোভাব তৈরি করতে পারবেন।
এয়ার ইন্ডিয়ার পাইলট জোয়া আগরওয়াল এক সাক্ষাৎকারে বলেন, "আমি এই স্বপ্ন প্রথম দেখেছিলাম যখন আমার আট বছর বয়স ছিল, আমি তখন থেকেই তারাদের স্পর্শ করতে চাইতাম। এই সব নিয়ে বাড়িতে অনেক অশান্তি হয়েছে, কিন্তু আমি দমে যাইনি। কাজ শুরু করার পরেও আমাকে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। এই সব কিছুর পরও নিজের দেখা স্বপ্ন সত্যি করেছি। তাই সমাজের অন্য মেয়েদের উদ্দেশে বলব, স্বপ্ন দেখা খুব ভালো বিষয়। তবে তা বাস্তবায়নে বিশ্বাস রাখতে হবে। মনোযোগ দিয়ে কঠোর পরিশ্রম করতে হবে, নিজের ১০০ শতাংশ দিতে হবে। তাহলেই একদিন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন"!
advertisement