TRENDING:

Air India: সাতসকালেই ভয়ানক কাণ্ড! ইনদওরগামী এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন, জরুরি অবতরণ দিল্লিতে

Last Updated:

Air India: ইনদওরগামী এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন আতঙ্ক৷ রবিবার সাতসকালেই দিল্লি থেকে ইনদওরগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড়ানের কিছুক্ষণ পরেই সেই ফ্লাইট ফেরানো হল দিল্লিতে৷ ফ্লাইট টেক-অফের পরে পাইলট বিমানের ডান ইঞ্জিনে আগুন লাগার ইঙ্গিত পান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ইনদওরগামী এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন আতঙ্ক৷ রবিবার সাতসকালেই দিল্লি থেকে ইনদওরগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড়ানের কিছুক্ষণ পরেই সেই ফ্লাইট ফেরানো হল দিল্লিতে৷ ফ্লাইট টেক-অফের পরে পাইলট বিমানের ডান ইঞ্জিনে আগুন লাগার ইঙ্গিত পান।
এয়ার ইন্ডিয়া ১ সেপ্টেম্বর থেকে দিল্লি-ওয়াশিংটন ডিসি ফ্লাইট পরিষেবা বন্ধ করতে চলেছে, সোমবার এক বিবৃতিতে জানিয়েছে সংস্থা।
এয়ার ইন্ডিয়া ১ সেপ্টেম্বর থেকে দিল্লি-ওয়াশিংটন ডিসি ফ্লাইট পরিষেবা বন্ধ করতে চলেছে, সোমবার এক বিবৃতিতে জানিয়েছে সংস্থা।
advertisement

বিমানের ক্রুরা তাৎক্ষণিকভাবে স্ট্যান্ডার্ড পদ্ধতি অনুসরণ করে ইঞ্জিন বন্ধ করে দিল্লিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিমানটি দিল্লি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে এবং সমস্ত যাত্রীদের বিকল্প বিমানে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন-রাধাষ্টমীতে ভুলেও দাঁতে কাটবেন না এই ৩ সবজি ও ২ ফল! চরম বিপর্যয়ে সংসার ছারখার, দুর্ভাগ্যের কালো ছায়া ‘কাঙাল’ করে ছাড়বে…

advertisement

এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, ‘৩১শে অগাস্ট দিল্লি থেকে ইনদওরগামী ফ্লাইট AI2913, উড়ানের কিছুক্ষণ পরেই দিল্লিতে ফিরে আসে, কারণ ককপিট ক্রুরা ইঞ্জিনে আগুন লাগার ইঙ্গিত পেয়েছিলেন। স্ট্যান্ডার্ড পদ্ধতি অনুসরণ করে, ককপিট ক্রু ইঞ্জিনটি বন্ধ করে দিল্লিতে ফিরে আসেন, যেখানে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। বিমানটি পরিদর্শনের জন্য গ্রাউন্ডেড করা হয়েছে এবং যাত্রীদের একটি বিকল্প বিমানে স্থানান্তর করা হচ্ছে, যা শীঘ্রই ইনদওরে ফ্লাইট পরিচালনা করবে৷’

advertisement

আরও পড়ুন-দিঘায় ধুন্ধুমার কাণ্ড! দিন-রাত গোপনে যা চলছিল…! RPF অভিযান চালাতেই তুলকালাম, জানলে আঁতকে উঠবেন

টাটা গ্রুপের মালিকানাধীন বিমান সংস্থাটি জানিয়েছে, ‘ঘটনাটি সম্পর্কে নিয়ন্ত্রক সংস্থাকে যথাযথভাবে অবহিত করা হয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। এয়ার ইন্ডিয়াতে, যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার৷’

বাংলা খবর/ খবর/দেশ/
Air India: সাতসকালেই ভয়ানক কাণ্ড! ইনদওরগামী এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন, জরুরি অবতরণ দিল্লিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল