TRENDING:

Viral News: বরের বয়স ৯৫, কনের বয়স ৯০! ৭০ বছর 'লিভ ইনের' পর চারহাত এক দম্পতির! রাজস্থানের ঘটনায় অবাক নেট দুনিয়া

Last Updated:

একজনের বয়স ৯৫ আর একজনের বয়স ৯০, ৭০ বছর 'লিভ-ইনে' থাকার পরে অবশেষে গাঁটছড়ায় আবদ্ধ হলেন রাজস্থানের বৃদ্ধ দম্পতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়পুর: একজনের বয়স ৯৫ আর একজনের বয়স ৯০, ৭০ বছর ‘লিভ-ইনে’ থাকার পরে অবশেষে গাঁটছড়ায় আবদ্ধ হলেন রাজস্থানের বৃদ্ধ দম্পতি। ৯৫ বছরের রাম ভাই খাড়ারি এবং ৯০ বছরের জিওয়ালি দেবী রাজস্থানের দুঙ্গারপুর জেলার গালান্দার গ্রামের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় হইচি ফেলে দিয়েছে।
৯০-এর কোঠায় গিয়ে নবদম্পতি হলেন! কীভাবে?
৯০-এর কোঠায় গিয়ে নবদম্পতি হলেন! কীভাবে?
advertisement

৭০ বছর বিয়ে না করলেও একসঙ্গেই থাকতেন ওই বৃদ্ধ যুগল। তাঁদের সন্তান থেকে নাতি নাতনি রয়েছেন সকলেই। সাত দশক পরে চারহাত এক হওয়ার এমন আজব ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। জানা গিয়েছে, ওই এই বিয়েতে পূর্ণ সমর্থন জানিয়েছেন তাঁদের সন্তান এবং নাতি নাতনিরাও।

এই প্রসঙ্গে ওই দম্পতির ছেলে কান্তি লাল খাড়ারি সংবাদমাধ্যমকে বলেন, “দুজনেই বিয়েতে আগ্রহ দেখান। গোটা পরিবারই এই বিষয়ে সমর্থন জানিয়েছে। এই বিষয়ে গ্রামের বয়স্কদেরও মতামত নেওয়া হয়েছিল। সবার কথা মেনেই গত ১ জুন বিবাহ সম্পন্ন হয়েছে। এই খুশিতে গোটা পরিবার থেকে গ্রাম উৎসবে মেতে উঠেছিল।”

advertisement

বিয়ের আগে ডিজে মিউজিক সহকারে শোভাযাত্রা বের হয় এই শোভাযাত্রাকে স্থানীয় ভাষায় বান্ডোলি বলা হয়। এই বান্ডোলিতে উপস্থিত ছিল গ্রামের সকলেই।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

উল্লেখ্য, রাজস্থানের আদিবাসী নাটা সম্প্রদায়ের নিয়ম মেনেই তাঁরা একসঙ্গে ছিলেন। এই রীতি অনুযায়ী যেকোনো পুরুষ বা মহিলা তাঁদের ইচ্ছা অনুযায়ী সঙ্গীর সঙ্গে জীবন কাটাতে পারেন। সামাজিক বিবাহ ছাড়াই। কিন্তু, সেইক্ষেত্রে এই সম্পর্ক থেকে জন্ম নেওয়া সন্তান পৈতৃক সমস্ত সম্পত্তির ভাগ পেলেও কোনও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ নিতে পারবেন না ওই মহিলা।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Viral News: বরের বয়স ৯৫, কনের বয়স ৯০! ৭০ বছর 'লিভ ইনের' পর চারহাত এক দম্পতির! রাজস্থানের ঘটনায় অবাক নেট দুনিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল