মৃতদের মধ্যে ৫ জন মহিলা। ১২ জনের বেশি জখম হয়েছে বলে খবর। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। জানা গিয়েছে, তাঁরা একটি বাসে ছিলেন। হরিদ্বার যাচ্ছিল বাসটি। কিন্তু মাঝে বাস খারাপ হয়ে যাওয়ায় রাস্তার ধারে দাঁড় করিয়ে সারানো হচ্ছিল। সেই সময়ই ওই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দিয়ে যায় একের পর এক মানুষকে। রাজস্থানের ভরতপুরের ঘটনা।
advertisement
আরও পড়ুন: কৌশিকী অমাবস্যায় স্পেশ্যাল ট্রেন ঘোষণা, কখন কোন স্টেশন থেকে ছাড়বে জানুন
পুলিশ জানিয়েছে, ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি ভাবনগর থেকে মথুরা হয়ে হরিদ্বার যাচ্ছিল। সকালে ভরতপুর-আগ্রা হাইওয়েতে বাসটি হঠাৎ বিকল হয়ে যায়। চালক ও তাঁর সঙ্গীরা বাস নেমে সাড়াইয়ের কাজ শুরু করেন। এরপর অন্য যাত্রীরাও বাস থেকে নেমে রাস্তার ধারেই দাঁড়িয়েছিলেন।
আরও পড়ুন: ভাগ্যের উপর থেকে কালো ছায়া কাটাতে কৌশিকী অমাবস্যার রাতে এই কাজগুলি করুন, জানুন জ্যোতিষকথা
সেই সময় হঠাৎ একটা ট্রাক এসে ধাক্কা মারে বাসে। সেই সঙ্গে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে একের পর এক পিষে দিয়ে বেরিয়ে যায়। হাইওয়েতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রক্তাক্ত দেহগুলি। মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। ট্রাকটি কীভাবে নিয়ন্ত্রণ হারাল, চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।