ঘটনাটি ঘটে যখন বিপরীত দিক থেকে আসা দুটি দ্রুতগতির গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গাড়িতে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
আরও পড়ুন: একবার, দুইবার নয়, ছয়বার কেঁপে উঠল পায়ের তলার জমি! ভয়ঙ্কর ভূমিকম্পে প্রবল আতঙ্ক…
আহতদের দ্রুত চৌমু হাসপাতলে ভর্তি করা হয়। দুর্ঘটনার খবর পেয়েই রেনওয়াল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। সংঘর্ষের ফলে মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়, যা পরে পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিয়ন্ত্রণে আনে।
advertisement
পুলিশ সূত্রে জানা গেছে, বাবুলাল তার পরিবারের সঙ্গে গাড়িতে যাচ্ছিলেন। হরসৌলি মোড়ের কাছে বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুতগতির গাড়ির সঙ্গে তাদের গাড়ির প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই বাবুলালের স্ত্রী যমুনা এবং তার মেয়ে শিমলার মৃত্যু হয়। দুর্ঘটনায় বাবুলাল নিজেও গুরুতর আহত হন, সঙ্গে তার ছেলে সুনীল, মেয়ে লক্ষ্মী ও রাজুও ভয়াবহ আঘাত পান।
সংঘর্ষের পর আহতরা গাড়ির ভেতরেই আটকে পড়েন, ফলে ঘটনাস্থলে চিৎকার-আর্তনাদ শুরু হয়। দুই গাড়ির সংঘর্ষের ফলে এত বড় বিস্ফোরণ হয় যে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। তারা দ্রুত আহতদের গাড়ি থেকে বের করেন এবং পুলিশ ও অ্যাম্বুলেন্সকে খবর দেন। পরে আহত ও মৃতদের হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় লক্ষ্মীও মারা যায়। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।
আহতদের দ্রুত চৌমু হাসপাতলে ভর্তি করা হয়। দুর্ঘটনার খবর পেয়েই রেনওয়াল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। সংঘর্ষের ফলে মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়, যা পরে পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিয়ন্ত্রণে আনে।