দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গাড়িটি কেটে তাতে আটকে পড়া সকলকে বের করে আনা হয়। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে ৬ জনের। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে বিশৃঙ্খলা দেখা দেয়। ৬ জনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিলভিট জেলার নিউরিয়া থানার টানাকপুর হাইওয়ের সামনে শানে গুল গার্ডেনের কাছে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। বিয়েবাড়ি থেকে ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার সময় গাড়ির গতি ছিল খুব বেশি। গাছে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে গাড়িটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সংঘর্ষের শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গাড়িটি কেটে সকলকে বের আনা হয়। পুলিশ জানিয়েছে, গাড়িটিতে ১১ জন ছিলেন। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন ৫ জন। তাঁদেরকে অ্যাম্বুল্যান্সের সাহায্যে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা লোকজন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।