TRENDING:

Ayodhya Case: 'নম্র ভাবেই সবাই সুপ্রিম কোর্টের রায় গ্রহণ করুন,' অযোধ্যা মামলায় আর্জি মোদির

Last Updated:

Ayodhya Verdict: ভারতের অন্যতম হাইভোল্টেজ মামলা রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি বিতর্কে কয়েক দিনের মধ্যেই রায় দেবে সুপ্রিম কোর্ট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতের অন্যতম হাইভোল্টেজ মামলা রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি বিতর্কে কয়েক দিনের মধ্যেই রায় দেবে সুপ্রিম কোর্ট৷ ১৭ নভেম্বর প্রধানবিচারপতি রঞ্জন গগৈ অবসর নিচ্ছেন৷ তার আগেই রায়দান করবে সুপ্রিম কোর্ট৷ এ হেন পরিস্থিতিতে, সর্বোচ্চ আদালতের রায়কে গ্রহণ করে শান্তি বজায় রাখার আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মন্ত্রিসভার বৈঠকে মোদি বলেন, 'নম্রতার সঙ্গেই সুপ্রিম কোর্টের রায় গ্রহম করুন৷' একই সঙ্গে কোনও রকম বিতর্কিত মন্তব্যে যাতে অশান্তি সৃষ্টি না-হয়, তার জন্যও মন্ত্রিসভার সব সদস্যকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী৷
advertisement

সুপ্রিম কোর্টের রায়কে জয় বা হার তকমা দিতেও নিষেধ করেছেন মোদি৷ সম্প্রতি রেডিওয় 'মন কি বাত' অনুষ্ঠানে মোদির বার্তা, ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্টের রায়ের পরে যে ভাবে দেশে শান্তি বজায় ছিল, তা এই দেশের ঐক্যতারই পরিচয়৷ এ বারও তার অন্যথা হবে না৷

বিজেপি-র শীর্ষ নেতৃত্বও দলের সব স্তরের কর্মীকে কড়া নির্দেশ দিয়েছে, অযোধ্যা রায় ঘিরে কোনও রকম উস্কানিমূলক মন্তব্য করা যাবে না৷ কোনও ধর্মকে আঘাত করা যাবে না৷ যে করবে, তার বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা নেবে৷ একই ভাবে মুসলিম সংগঠন জমিয়ত-ই-হিন্দ জানিয়েছে, মুসলিম সম্প্রদায়ের সব মানুষের কাছে আবেদন জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের রায় শান্তিপূর্ণ ভাবে গ্রহণ করতে হবে৷ রায়কে সম্মান জানাতে হবে৷

advertisement

ইতিমধ্যেই অযোধ্যায় ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় যাতে কোনও রকম অপ্রীতিকর পোস্ট না-ছড়ায় তার নজরদারিতে ১৬ হাজার ভলান্টিয়ার রেখেছে ফৈজাবাদ পুলিশ৷ অযোধ্যার প্রতিটি এলাকায় ভলান্টিয়ার রাখা হয়েছে, যারা দাঙ্গা বা সাম্প্রদায়িত সম্প্রীতি যাতে নষ্ট না-হয়, সে দিকে নজর রাখবে৷

আরও ভিডিও: মামলাকারী সবপক্ষই, কোর্টের রায় মাথা পেতে নেব...অযোধ্যা নিয়ে মত অমিতের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Ayodhya Case: 'নম্র ভাবেই সবাই সুপ্রিম কোর্টের রায় গ্রহণ করুন,' অযোধ্যা মামলায় আর্জি মোদির