সুপ্রিম কোর্টের রায়কে জয় বা হার তকমা দিতেও নিষেধ করেছেন মোদি৷ সম্প্রতি রেডিওয় 'মন কি বাত' অনুষ্ঠানে মোদির বার্তা, ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্টের রায়ের পরে যে ভাবে দেশে শান্তি বজায় ছিল, তা এই দেশের ঐক্যতারই পরিচয়৷ এ বারও তার অন্যথা হবে না৷
বিজেপি-র শীর্ষ নেতৃত্বও দলের সব স্তরের কর্মীকে কড়া নির্দেশ দিয়েছে, অযোধ্যা রায় ঘিরে কোনও রকম উস্কানিমূলক মন্তব্য করা যাবে না৷ কোনও ধর্মকে আঘাত করা যাবে না৷ যে করবে, তার বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা নেবে৷ একই ভাবে মুসলিম সংগঠন জমিয়ত-ই-হিন্দ জানিয়েছে, মুসলিম সম্প্রদায়ের সব মানুষের কাছে আবেদন জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের রায় শান্তিপূর্ণ ভাবে গ্রহণ করতে হবে৷ রায়কে সম্মান জানাতে হবে৷
advertisement
ইতিমধ্যেই অযোধ্যায় ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় যাতে কোনও রকম অপ্রীতিকর পোস্ট না-ছড়ায় তার নজরদারিতে ১৬ হাজার ভলান্টিয়ার রেখেছে ফৈজাবাদ পুলিশ৷ অযোধ্যার প্রতিটি এলাকায় ভলান্টিয়ার রাখা হয়েছে, যারা দাঙ্গা বা সাম্প্রদায়িত সম্প্রীতি যাতে নষ্ট না-হয়, সে দিকে নজর রাখবে৷
আরও ভিডিও: মামলাকারী সবপক্ষই, কোর্টের রায় মাথা পেতে নেব...অযোধ্যা নিয়ে মত অমিতের