প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে একাধিক বিরোধী নেতা সমাজ কর্মীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি চালিয়েছে। সমস্ত বিরোধীদল ঐক্যবদ্ধভাবে তা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেও বরাবরই নীরব থেকেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। আর তা নিয়েই দিল্লির শাসক দলকে খোঁচা দিয়েছেন লালু প্রসাদ যাদবের সাংসদ সেনানি। শুক্রবার সাতসকালে দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা দেয়। তল্লাশি চালানো হয়। বিশেষ কিছু নথিপত্র চাওয়া হচ্ছে। এ দিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া সিবিআই দলকে স্বাগত জানিয়েছেন।
advertisement
সংবাদসংস্থা সূত্রে খবর, সিসোদিয়ার বাড়ির পাশাপাশি ২০টিরও বেশি এলাকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালায়। তাঁদের বক্তব্য, রাজধানী দিল্লির শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে সারা বিশ্বে প্রশংসিত হয়েছেন সিসোদিয়া। সেই কারণেই ঈর্ষান্বিত হয়ে সিসোদিয়াকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। কেজরিওয়াল লিখেছেন, সারাদেশে যেখানেই যিনি ভাল কাজ করার চেষ্টা করেছেন, সেখানে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে বদনাম করার চেষ্টা চলছে। তবে আদালতে সত্য প্রমাণিত হবে। দিল্লি সরকারের এক্সাইজ নীতি নিয়ে তদন্তে নেমেছে সিবিআই। একসঙ্গে ২১ জায়গায় চলছে তল্লাশি।
আরও পড়ুন - ঝড়, বৃষ্টির দাপট বাড়ছে আরও, আগামী ২৪ ঘণ্টাতেও দুর্ভোগ চরমে, হাওয়া অফিসের সতর্কতা
আরও পড়ুন: নগদে ৫ কোটি ৬৩ লাখ, সঙ্গে ৪৬ লাখের গাড়ি! অনুব্রতর বিরুদ্ধে মুখ খুললেন বীরভূমের ব্যবসায়ী
দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে তদন্ত সংস্থার কর্মকর্তারা এর আগের অনুসন্ধানের সময় কিছুই খুঁজে পাননি এবং এ বারও কিছুই খুজে পাবেন না। সিবিআই গত বছরের নভেম্বরে আনা দিল্লির আবগারি নীতি প্রণয়ন এবং কার্যকর করার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে একটি এফআইআর নথিভুক্ত করেছে।
RAJIB CHAKRABORTY