TRENDING:

Aanvi Kamdar Death: চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট থেকে হন ইনস্টা-তারকা! প্রিয় ‘ভ্রমণ গোয়েন্দা’-র অকালমৃত্যুতে শোকাচ্ছন্ন অনুরাগীরা

Last Updated:

Aanvi Kamdar Death: বৃহস্পতিবার রিলস ভিডিও তৈরির সময় অপমৃত্যু হয় সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এই তরুণীর। কুম্ভে জলপ্রপাতের কাছে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যান তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : বন্ধুদের সঙ্গে হৈ হৈ করে বেড়াতে যাওয়া শেষে দুঃস্বপ্নে পরিণত হল মুম্বইয়ের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অন্বী কামদারের জীবনে। অভিযোগ, মহারাষ্ট্রের রায়গড়ে একটি ঝরনায় দাঁড়িয়ে রিলস তৈরি করার সময় তিনি পা হড়কে পড়ে যান গিরিখাতে। ২৭ বছর বয়সি কনটেন্ট ক্রিয়েটর অন্বী তাঁর সাত জন বন্ধুর সঙ্গে বর্ষা উপভোগ করতে এক আনন্দ সফরে গিয়েছিলেন মহারাষ্ট্রের মনগাও অঞ্চলে। সেখানেই বৃহস্পতিবার রিলস ভিডিও তৈরির সময় অপমৃত্যু হয় সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এই তরুণীর। কুম্ভে জলপ্রপাতের কাছে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যান তিনি।
সাত জন বন্ধুর সঙ্গে বর্ষা উপভোগ করতে এক আনন্দ সফরে গিয়েছিলেন মহারাষ্ট্রের মনগাও অঞ্চলে
সাত জন বন্ধুর সঙ্গে বর্ষা উপভোগ করতে এক আনন্দ সফরে গিয়েছিলেন মহারাষ্ট্রের মনগাও অঞ্চলে
advertisement

পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে গুরুতর আহত অবস্থায় নিয়ে যান স্থানীয় সরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসা চলার সময় তাঁর মৃত্যু হয়৷ এক উদ্ধারকর্মী সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‘উপত্যকায় ৩০০ ফিট গভীর শক্ত পিচ্ছিল খাদে তিনি পড়ে যান৷ প্রথমে তাঁকে খঁুজেই পাওয়া যাচ্ছিল না৷’’ শেষ পর্যন্ত ৬ জন উদ্ধারকর্মী নামেন ওই খাদে৷ পাহাড়ের উপরে ছিলেন ৫০ জন সহকারী৷ তাঁরা সকলে মিলে দড়িতে বাঁধা অবস্থায় আহত তরুণীকে তুলে আনেন৷

advertisement

আরও পড়ুন : অবশেষে সম্পূর্ণ পুরীর জগন্নাথদেবের মন্দিরের রত্ন ভান্ডারের ‘ভিতর-ভান্ডার’ খোলার কাজ! কী কী পাওয়া গেল? জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

পেশায় কনটেন্ট ক্রিয়েটর অন্বী কুমার একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টও ছিলেন৷ নামী বহুজাতিক সংস্থায় চাকরিও করেছেন তিনি৷ সোশ্যাল মিডিয়ায় বেড়ানোর ভিডিও পোস্ট করতেন তিনি৷ নেটিজেনদের কাছে খুবই জনপ্রিয় ছিল সেগুলি৷ ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা আড়াই লক্ষের বেশি৷ এর আগেও বর্ষাকালীন সফরের ছবি ও ভিডিও তিনি পোস্ট করেছেন৷ নিজের পরিচয় দিতেন ‘ট্র্যাভেল ডিটেক্টিভ’ বলে৷ বিলাসবহুল গন্তব্যের পাশাপাশি বাজেটসাধ্য বেড়ানোর হদিশও দিতেন তিনি৷ তাঁর পোস্ট দেখে বেড়াতে যাওয়ার ইচ্ছে জাগত৷ অনুভব করা যেত ভ্রমণের আনন্দ৷ অর্জুন কাপুর, শর্বরীর মতো সেলেব্রিটিরাও ছিলেন তাঁর ফলোয়ার্সদের মধ্যে৷ জনপ্রিয় এই ইনফ্লুয়েন্সারের অকালমৃত্যুতে শোকাচ্ছন্ন ভ্রমণপিপাসুরা৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Aanvi Kamdar Death: চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট থেকে হন ইনস্টা-তারকা! প্রিয় ‘ভ্রমণ গোয়েন্দা’-র অকালমৃত্যুতে শোকাচ্ছন্ন অনুরাগীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল