পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে গুরুতর আহত অবস্থায় নিয়ে যান স্থানীয় সরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসা চলার সময় তাঁর মৃত্যু হয়৷ এক উদ্ধারকর্মী সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‘উপত্যকায় ৩০০ ফিট গভীর শক্ত পিচ্ছিল খাদে তিনি পড়ে যান৷ প্রথমে তাঁকে খঁুজেই পাওয়া যাচ্ছিল না৷’’ শেষ পর্যন্ত ৬ জন উদ্ধারকর্মী নামেন ওই খাদে৷ পাহাড়ের উপরে ছিলেন ৫০ জন সহকারী৷ তাঁরা সকলে মিলে দড়িতে বাঁধা অবস্থায় আহত তরুণীকে তুলে আনেন৷
আরও পড়ুন : অবশেষে সম্পূর্ণ পুরীর জগন্নাথদেবের মন্দিরের রত্ন ভান্ডারের ‘ভিতর-ভান্ডার’ খোলার কাজ! কী কী পাওয়া গেল? জানুন
পেশায় কনটেন্ট ক্রিয়েটর অন্বী কুমার একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টও ছিলেন৷ নামী বহুজাতিক সংস্থায় চাকরিও করেছেন তিনি৷ সোশ্যাল মিডিয়ায় বেড়ানোর ভিডিও পোস্ট করতেন তিনি৷ নেটিজেনদের কাছে খুবই জনপ্রিয় ছিল সেগুলি৷ ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা আড়াই লক্ষের বেশি৷ এর আগেও বর্ষাকালীন সফরের ছবি ও ভিডিও তিনি পোস্ট করেছেন৷ নিজের পরিচয় দিতেন ‘ট্র্যাভেল ডিটেক্টিভ’ বলে৷ বিলাসবহুল গন্তব্যের পাশাপাশি বাজেটসাধ্য বেড়ানোর হদিশও দিতেন তিনি৷ তাঁর পোস্ট দেখে বেড়াতে যাওয়ার ইচ্ছে জাগত৷ অনুভব করা যেত ভ্রমণের আনন্দ৷ অর্জুন কাপুর, শর্বরীর মতো সেলেব্রিটিরাও ছিলেন তাঁর ফলোয়ার্সদের মধ্যে৷ জনপ্রিয় এই ইনফ্লুয়েন্সারের অকালমৃত্যুতে শোকাচ্ছন্ন ভ্রমণপিপাসুরা৷