TRENDING:

পোস্ট অফিস, পিপিএফ-এর ক্ষেত্রেও আধার বাধ্যতামূলক করল কেন্দ্র

Last Updated:

আধার কার্ডের ১২টি অনন্য নম্বর যে কোনও নাগরিকের কাছেই মূল্যবান ৷ আধারের ওই ১২টি নম্বরের মাধ্যমেই এখন নির্ধারিত হয় ভারতীয়দের পরিচয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আধার কার্ডের ১২টি অনন্য নম্বর যে কোনও নাগরিকের কাছেই মূল্যবান ৷ আধারের ওই ১২টি নম্বরের মাধ্যমেই এখন নির্ধারিত হয় ভারতীয়দের পরিচয় ৷ ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর অর্থাৎ আধার নম্বরকেই সর্বোচ্চ মান্যতা দিতে চাইছে কেন্দ্র ৷
advertisement

সরকারি প্রকল্প সহ একের পর এক ক্ষেত্রে ইতিমধ্যেই বাধ্যতামূলক আধার কার্ড ৷ প্যান কার্ড, আয়কর রিটার্ন দাখিল করার সময় আধার নম্বর দেওয়া যেমন বাধ্যতামূলক ৷ তেমনই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতেও দরকার আধার ৷ ড্রাইভিং লাইসেন্স, মোবাইল পরিষেবা, বোর্ডের পরীক্ষায়, কেরোসিন ভতুর্কি থেকে পেনশন প্রতি ক্ষেত্রেই বাধ্যতামূলক আধার কার্ড ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পোস্ট অফিসে সঞ্চয়, পিপিএফ, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম এবং কিষাণ বিকাশ পত্রের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করল কেন্দ্র। বর্তমানে যাদের টাকা রয়েছে তাদের ৩১ ডিসেম্বরের মধ্যে আধার জমা দিতে হবে ৷ আধার না থাকলে আধারের আবেদনের প্রমাণ দিতে হবে আমানতকারীদের।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
পোস্ট অফিস, পিপিএফ-এর ক্ষেত্রেও আধার বাধ্যতামূলক করল কেন্দ্র