মশলা মুড়ির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে ফ্রায়েড চিকেনের টুকরো। নতুনত্ব এই ঝালমুড়ি ভাল লাগছে ক্রেতাদেরও। মুড়ির সঙ্গে চিকেনের এই যুগলবন্দি চর্চার বিষয়ও হয়ে উঠেছে। এই চিকেন মুড়ি মশলা ছাড়াও এই স্টলে পাওয়া যায় এগ মিক্সচার মশলা, বিভিন্ন সবজি সহযোগে মিক্সচার মশলা। খুব অল্প দামেই এই খাবারগুলির স্বাদ নেওয়ার সুযোগ পাওয়া পান ক্রেতারা। এখানে এই খাবারগুলির দাম ২০ টাকা থেকে ৫০ টাকার মধ্যে।
advertisement
আরও পড়ুন, মুহূর্তেই আবহাওয়ার বদল, আষাঢ়ের শুরুতে স্বস্তির বৃষ্টি… সকাল থেকে ভাসছে কলকাতা
আরও পড়ুন, নিখোঁজ থাকার ১ দিন পর বাড়ির কাছে বন্ধ গাড়িতে উদ্ধার ৩ শিশুর দেহ,চাঞ্চল্য তীব্র
ঝালমুড়ি আর চিকেনের যুগলবন্দিটা ঠিক কী রকম? তা দেখতে সেই স্টলে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। নতুন এই খাবারের স্বাদ নিতে পৌঁছে যাচ্ছেন সকলেই। বাকি খাবারগুলির তুলনায় এগিয়ে রয়েছে চিকেন মুড়ি মশলা।