TRENDING:

লন্ডনে ‘বেনামি’ বাড়ি কেনা নিয়ে বির্তকে রবার্ট ভদরা

Last Updated:

ফের বিতর্কে জড়ালেন রবার্ট ভদরা ৷ সম্প্রতি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এক অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে রবার্ট ভদরার যোগাযোগ সূত্র খুঁজে পেয়েছে ৷ জানা গিয়েছে, ২০০৯ সালে লন্ডনে একটি বেনামি বাড়ি কিনেছিলেন সোনিয়া গান্ধির জামাই রবার্ট ভদরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ফের বিতর্কে জড়ালেন রবার্ট ভদরা ৷ সম্প্রতি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এক অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে রবার্ট ভদরার যোগাযোগ সূত্র খুঁজে পেয়েছে ৷  জানা গিয়েছে, ২০০৯ সালে লন্ডনে একটি বেনামি বাড়ি কিনেছিলেন সোনিয়া গান্ধির জামাই রবার্ট ভদরা ৷
advertisement

তবে ভদরার আইনজীবী এই সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন ৷ ‘গোয়েন্দা সংস্থার দুটি রিপোর্টের ভিত্তিতে এই দাবি করা হয়েছে ৷

গত মাসে সঞ্জয় ভাণ্ডারির বাড়িতে হানা দেয় গোয়েন্দা আধিকারিকরা ৷ জানা যায়, রবার্ট ও তার সহকারি লন্ডনের ব্রায়ানস্টন স্কোয়ারে ১৯ কোটি টাকার একটি বাড়ি কেনা ও সংস্কার নিয়ে বেশ কয়েকটি ইমেল পাঠিছিল সঞ্জয় ভাণ্ডারিকে ৷

advertisement

সুমিত চাড্ডা নামে সঞ্জয় ভাণ্ডারির এক আত্মীয়কে ওই ইমেলগুলি পাঠানো হয়েছিল ৷

একটি রিপোর্টে জানা গিয়েছে, ‘৪.৪.২০১০ এর একটি ইমেল রয়েছে যাতে চাড্ডা বাড়ির সংস্কারের কথা জানায় এবং তার জন্য টাকা চেয়ে পাঠায় ৷’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রবার্ট ভদরার আইনজীবীরা জানিয়েছেন যে ব্রায়ানস্টন স্কোয়ারে কোনও বাড়ি কেনেনি তিনি ৷ এবং রবার্ট ও তার সহকারীর সঙ্গে  সঞ্জয় ভাণ্ডারির কোনও রকম টাকা রয়সার লেনদেন হয়নি ৷ তিনি দাবি করেন যে সঞ্জয় ভাণ্ডারি যে একজন   অস্ত্র ব্যবসায়ী সে বিষয়ে রবার্ট কিছুই জানতেন না ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
লন্ডনে ‘বেনামি’ বাড়ি কেনা নিয়ে বির্তকে রবার্ট ভদরা