TRENDING:

কানপুর এনকাউন্টারে CO-সহ ৮ পুলিশকর্মী শহিদ

Last Updated:

উত্তরপ্রদেশের কানপুরের চৌবেপুর থানা এলাকায় ঘটা এই সংঘর্ষের জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কানপুর: গভীর রাতে দুষ্কৃতীদের সঙ্গে গুলির লড়াই। উত্তরপ্রদেশে নিহত আট পুলিশকর্মী। নিহতদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার দেবেন্দ্র মিশ্র। গতকাল রাতে দাগি আসামী বিকাশ দুবেকে গ্রেফতার করতে অভিযান করে পুলিশ।
advertisement

স্থানীয় বিকরু গ্রামে পুলিশকে আটকাতে এলোপাথারি গুলি চালায় বিকাশ দুবের দলবল। ছাদের উপর থেকে পুলিশকে লক্ষ করে গুলি চালানো হয়। দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান স্থানীয় শিবাজিপুর থানার অফিসার-সহ ৮ পুলিশ। ২০০১ সালে উত্তরপ্রদেশের বিজেপি মন্ত্রী সন্তোষ শুক্লা খুনে অভিযুক্ত বিকাশ দুবে। তাকে গ্রেফতার করতেই গতকাল অভিযান করেছিল পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

জানা গিয়েছে, বিকাশ দুবে নামে দুষ্কৃতী ও তার সঙ্গীরা পুলিশ টিমকে লক্ষ্য করে ছাদ থেকে গুলি করতে শুরু করে ৷  এনকাউন্টারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী ৷ এনকাউন্টারের পর জোলার সমস্ত সীমা সিল করে দেওয়া হয়েছে ৷ গোটা এলাকাজুড়ে চিরুনি তল্লাশি শুরু হয়ে গিয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
কানপুর এনকাউন্টারে CO-সহ ৮ পুলিশকর্মী শহিদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল