TRENDING:

74th Independence Day: বদলাতে পারে মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স, স্বাধীনতা দিবসের ভাষণে মোদির ইঙ্গিত

Last Updated:

ইউনিসেফের তথ্য অনুযায়ী ভারতে ২৭ শতাংশ মেয়েদের ১৮ বছরের আগে এবং ৭ শতাংশ মেয়েদের বিয়ে ১৫ বছরের আগেই হয়ে যায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:বদল করা হতে পারে আইন অনুযায়ী মেয়েদের ন্যূনতম বয়স ৷ লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে এমনই ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বর্তমানে ভারতে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর এবং ছেলেদের ক্ষেত্রে তা ২১ বছর।
advertisement

মেয়েদের বিয়ের উপযুক্ত ন্যূনতম বয়স কত হওয়া উচিত, তা পুনর্বিবেচনা করে দেখছে কেন্দ্রীয় সরকার ৷ এ বিষয়টি বিবেচনার জন্য তৈরি হয়েছে একটি কমিটি ৷ দেশ জুড়ে বর্তমান প্রজন্মের উপর চলছে সমীক্ষা ৷ এই কমিটির সুপারিশ অনুযায়ী চুড়ান্ত সিদ্ধান্ত নেবে মোদি সরকার ৷

এদিন লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘ আমাদের মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স পুনর্বিবেচনা করে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে । বিষয়টি নিয়ে দেশে ইতিমধ্যে সমীক্ষাও শুরু হয়েছে। সব কিছু খতিয়ে দেখে ওই কমিটি রিপোর্ট জমা দিলেই, এ ব্যাপারে যথাযথ সিদ্ধান্ত নেব আমরা ৷’

advertisement

১৯৭৮ সালে থেকে ভারতের আইন অনুযায়ী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ৷ চলতি বছরের জুন মাসে এই নিয়ম বিবেচনার জন্য কমিটি গড়ে সরকার৷ বিশেষজ্ঞদের অনেকাংশ মনে করেন শারীরিক ও মানসিক দিক থেকে তৈরি হওয়ার আগেই মেয়েদের উপর সংসারের দায়িত্বের সঙ্গে সঙ্গে চলে আসে সন্তানের দায়িত্বও ৷ শরীর সন্তান ধারণের উপযুক্ত হওয়ার আগেই গর্ভবতী হয়ে পড়ে মেয়েরা ৷ একইসঙ্গে চলতে থাকে মানসিক চাপও ৷ যার প্রভাব পড়ে সন্তানের উপর ৷ মা ও সন্তান উভয়ের স্বাস্থ্যের জন্যই যা ক্ষতিকর ৷ মূলত প্রসূতি ও সদ্যজাত সন্তানের মৃত্যুহার কমানোর জন্যই এই উদ্যোগ ৷ চলতি বছর বাজেট পেশের সময়ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছিলেন, মেয়েদের মা উপযুক্ত বয়স নির্ধারণের জন্য একটি টাস্ক ফোর্স তৈরি করা হবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

শুধু মেয়ে নয়, ছেলেদেরও ন্যূনতম বিয়ের বয়স পরিবর্তন নিয়ে জল্পনা অনেকদিন ধরেই চলছে ৷ উল্লেখ্য, ইউনিসেফের তথ্য অনুযায়ী ভারতে ২৭ শতাংশ মেয়েদের ১৮ বছরের আগে এবং ৭ শতাংশ মেয়েদের বিয়ে ১৫ বছরের আগেই হয়ে যায় ৷

বাংলা খবর/ খবর/দেশ/
74th Independence Day: বদলাতে পারে মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স, স্বাধীনতা দিবসের ভাষণে মোদির ইঙ্গিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল