TRENDING:

ব্রহ্মপুত্রের জলে প্লাবিত কাজিরাঙা, বাড়ছে চোরাশিকারের আশঙ্কা

Last Updated:

ব্রহ্মপুত্রের জলে ফের প্লাবিত কাজিরাঙা জাতীয় উদ্যোন। কৃর্তৃপক্ষের দাবি, ইতিমধ্যেই জাতীয় উদ্যানের সত্তর শতাংশ জলের তলায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: ব্রহ্মপুত্রের জলে ফের প্লাবিত কাজিরাঙা জাতীয় উদ্যোন। কৃর্তৃপক্ষের দাবি, ইতিমধ্যেই জাতীয় উদ্যানের সত্তর শতাংশ জলের তলায়। এই পরিস্থিতিতে উঁচু জায়গার খোঁজে কাজিরাঙা ছাড়তে শুরু করেছে জন্তুজানোয়াররা। সঙ্কটের এই পরিস্থিতিতে বেড়েছে চোরাশিকারের আশঙ্কাও। চোরাশিকারিদের রুখতে স্পিড বোটে টহলদারি চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা।
advertisement

প্রতিবছর বর্ষার মতো এবারও বন্যায় বিপর্যস্ত অসমের বিস্তীর্ণ এলাকা। ব্রহ্মপুরের জলে প্লাবিত এলাধিক জেলা। রেহাই পায়নি কাজিরাঙা জাতীয় উদ্যানও। বন্যার জলে প্লাবিত ইউনেস্কোর ওয়াল্ড হেরিটেজ সাইটটি। কর্তৃপক্ষের দাবি, চারশো তিরিশ বর্গ কিলোমিটারের কাজিরাঙা জাতীয় উদ্যানের প্রায় সত্তর শতাংশই জলের তলায়। এই পরিস্থিতিতে উঁচু জায়গার খোঁজে কাজিরাঙা ছাড়তে শুরু করেছে জন্তুজানোয়াররা। কাজিরাঙা ছেড়ে দলে দলে কার্বি আংলং পাড়ি দিচ্ছে হরিণের পাল। জঙ্গল ছাড়তে শুরু করেছে একশৃঙ্গ গন্ডার, মোষ এবং হাতির দলও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বন্যা পরিস্থিতিতে চোরাশিকারের আশঙ্কাও ঘুর উড়িয়েছে কাজিরাঙা কর্তৃপক্ষের। বন্যার জেরে ইতিমধ্যেই নিরাপত্তারক্ষীদের একশো আটাত্তরটির মধ্যে একশো আটটি ক্যাম্প প্লাবিত। তাই চোরাশিকারিদের রুখতে স্পিড বোটে টহলদারি চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা।

বাংলা খবর/ খবর/দেশ/
ব্রহ্মপুত্রের জলে প্লাবিত কাজিরাঙা, বাড়ছে চোরাশিকারের আশঙ্কা