প্রতিবছর বর্ষার মতো এবারও বন্যায় বিপর্যস্ত অসমের বিস্তীর্ণ এলাকা। ব্রহ্মপুরের জলে প্লাবিত এলাধিক জেলা। রেহাই পায়নি কাজিরাঙা জাতীয় উদ্যানও। বন্যার জলে প্লাবিত ইউনেস্কোর ওয়াল্ড হেরিটেজ সাইটটি। কর্তৃপক্ষের দাবি, চারশো তিরিশ বর্গ কিলোমিটারের কাজিরাঙা জাতীয় উদ্যানের প্রায় সত্তর শতাংশই জলের তলায়। এই পরিস্থিতিতে উঁচু জায়গার খোঁজে কাজিরাঙা ছাড়তে শুরু করেছে জন্তুজানোয়াররা। কাজিরাঙা ছেড়ে দলে দলে কার্বি আংলং পাড়ি দিচ্ছে হরিণের পাল। জঙ্গল ছাড়তে শুরু করেছে একশৃঙ্গ গন্ডার, মোষ এবং হাতির দলও।
advertisement
বন্যা পরিস্থিতিতে চোরাশিকারের আশঙ্কাও ঘুর উড়িয়েছে কাজিরাঙা কর্তৃপক্ষের। বন্যার জেরে ইতিমধ্যেই নিরাপত্তারক্ষীদের একশো আটাত্তরটির মধ্যে একশো আটটি ক্যাম্প প্লাবিত। তাই চোরাশিকারিদের রুখতে স্পিড বোটে টহলদারি চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 27, 2016 9:17 AM IST