TRENDING:

বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র, মৃত ৫, রাস্তা ধসে ক্ষতিগ্রস্ত ৭টি গাড়ি

Last Updated:

রবিবার রাত থেকেই মুম্বইয়ে প্রবল বৃষ্টি ৷ মুম্বই নগরীতে মৌসুমী বায়ু ঢুকতেই বিপত্তি শুরু ৷ টানা বৃষ্টিতে ইতিমধ্যেই ভয়াবহ চেহারা নিয়েছে বাণিজ্য নগরী ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: রবিবার রাত থেকেই মুম্বইয়ে প্রবল বৃষ্টি ৷ মুম্বই নগরীতে মৌসুমী বায়ু ঢুকতেই বিপত্তি শুরু ৷ টানা বৃষ্টিতে ইতিমধ্যেই ভয়াবহ চেহারা নিয়েছে বাণিজ্য নগরী ৷
advertisement

রবিবার মধ্যরাত থেকেই প্রবল বৃষ্টিতে নাকাল মুম্বই ৷ মুম্বইয়ের বহু রাস্তা জলমগ্ন ৷ পরিবহণ ব্যবস্থা প্রায় থমকে গিয়েছে ৷ ট্রেনও বিপর্যস্ত ৷ খবর অনুযায়ী, রবিবার সন্ধে নাগাদই মেট্রো সিনেমার সামনে বৃষ্টি ও ঝড়ে গাছ পড়ে মৃতু হয় দুই ব্যক্তির ৷ আম্বেরনাথ তালুকার ওয়াডোল গ্রামে বাড়ির দেওয়াল ভেঙে মৃত্যু হয় এক ১৬ বছরের কিশোরের৷

advertisement

অন্যদিকে, ওয়াডলার অ্যান্টপ হিলে বাড়ির দেওয়াল ধসে বিপত্তি ৷ নির্মীয়মাণ বাড়ির সামনের রাস্তাও ধসে যায় ৷

রাস্তা ধসে ক্ষতিগ্রস্ত ৭টি গাড়ি ৷ বাড়ির মধ্যে আটকে ছিলেন বাসিন্দারা ৷ তাঁদের উদ্ধার করা সম্ভব হয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
জিলিপি তো খেয়েছেন, কিন্তু পুরুলিয়ার এই 'বিউলির জিলিপি' খেয়েছেন!
আরও দেখুন

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা মুম্বই জুড়ে ৷ দাদার, স্যান্তাক্রুস, ধারাবি, বাইকুল্লা ৷ আন্ধেরি এলাকায় জল জমে বিপত্তি ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র, মৃত ৫, রাস্তা ধসে ক্ষতিগ্রস্ত ৭টি গাড়ি