ঘটনার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু’র জানান, ‘এটা সেনাবাহিনীর উল্লেখযোগ্য সাফল্য ৷’
সংবাদমাধ্যমকে এক সেনা আধিকারিক জানিয়েছেন নওগাম সেক্টরে ঘটনাটি ঘটেছে ৷
গত কয়েকদিন ধরেই বুরহান ওয়ানির মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় কাশ্মীরজুড়ে। হিজবুল কমান্ডারের মৃত্যুর প্রতিবাদে কাশ্মীর জুড়ে বিক্ষোভ দেখায় অসংখ্য মানুষ। কুলগাঁও এবং অনন্তনাগ জেলায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত ৩২ জন । আহত হন শতাধিক নিরাপত্তারক্ষীও। পরিস্থিতি মোকাবিলায় কাশ্মীরজুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। উপত্যকাজুড়ে জারি করা হয় হাইঅ্যালার্ট। ব্যাহত হচ্ছে কাশ্মীরের স্বাভাবিক জনজীবন। বন্ধ রাখা হয়েছে দোকানবাজার ও যানচলাচাল ৷ আর এই সুযোগেই ভারতে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 26, 2016 2:59 PM IST