রিটেলার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (RAI)-এর সার্ভে বলছে, লকডাউনের পরে বহু মানুষ খরচ কমাবেন৷ ইতিমধ্যেই যা শুরু হয়ে গিয়েছে৷ দেশের বিভিন্ন অংশে বিভিন্ন স্তরের ৪ হাজার জনের উপর এই সার্ভে করা হয়৷
সার্ভে রিপোর্টে দেখা যাচ্ছে, প্রায় ৬২ শতাংশ মানুষ বলছেন, লকডাউন উঠলে প্রথম তিন মাসে তাঁরা দোকানে গিয়ে কেনাকাটা করবেন৷ কিন্তু ৭৮ শতাংশ মানুষ বলছেন, তাঁরা কেনাকাটা করা কমিয়ে ফেলবেন৷
advertisement
মাত্র ৬ শতাংশ ক্রেতার বক্তব্য, কেনাকাটায় তাঁরা খরচ বাড়াবেন লকডাউনের পরে৷ যার নির্যাস, ধুঁকতে থাকা রিটেল ক্ষেত্রের ঘুরে দাঁড়ানোর হার অত্যন্ত কম গতিতে এগোচ্ছে৷
সার্ভেতে দেখা গিয়েছে, কেনাকাটার মধ্যে যেগুলি প্রথম সারিতে, তা হল, ৫২ শতাংশ খাবার ও মুদিখানার জিনিস৷ এবং সবচেয়ে আশ্চর্য হল, টিভি, ফ্রিজের মতো কনজিউমার ডিউরেবল পণ্য, প্রসাধনী, জুতো ক্রেতাদের কেনাকাটার তালিকায় প্রথম ৫-এ রয়েছে৷