ঘড়ির কাঁটা তখন সব দুটোর ঘর ছুঁয়েছে ৷ লখনউয়ের ডালিবাগ এলাকায় ফুটপাতের একধারে অস্থায়ী শিবিরে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন প্রায় ৩৫ জন দিনমজুর ৷ এমন সময় রাতের অন্ধকার চিরে দুরন্ত গতিতে ছুটে আসে একটি মেরন রঙের হণ্ডা i20 গাড়ি ৷ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ফুটপাতে শ্রমিকদের অস্থায়ী শিবিরে ধাক্কা মারে ৷
গাড়ির চাকায় পিষে ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের ৷ গুরুতর আহত হন আরও ছয়জন দিনমজুর ৷ তাদের লখনউয়ের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে ৷ জানা গিয়েছে, মৃতরা পূর্ব উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ কাজের খোঁজে ডালিবাগে এসেছিলেন ৷
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় গাড়িটিতে চালক সহ পাঁচজন যাত্রী ছিল ৷ তাদের মধ্যে দুজনকে ধরে ফেলেন বাকি দিনমজুররা ৷ তাদেরকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে ৷ পালিয়ে যায় বাকি তিন জন ৷ পলাতকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ ধৃতদের মধ্যে একজন উত্তরপ্রদেশের প্রাক্তন বিধায়কের ছেলে এবং অপরজন একজন বিখ্যাত শিল্পপতির পুত্র ৷ প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, দুর্ঘটনার সময় চালক নেশাগ্রস্থ ছিল ৷