কোনও বিশেষ মন্দিরের আদলে নয় বরং কাল্পনিক একটি দুর্গা মন্দির হিসাবে গড়ে তোলা হয়েছে মন্ডপটিকে। গোটা মন্ডপটিতে রয়েছে টেরাকোটার কাজ। ঠাকুরও তৈরী হয়েছে থিমের সাথে সামঞ্জস্য রেখে টেরাকোটার আদলে। মুখ্য মন্দিরের আগে তৈরী করা হয়েছে নাটমন্দিরও।
ঘরে বসেই ৩৬০ ডিগ্রি শ্যুটে দেখে ফেলুন বাবুবাগান সার্বজনীনের পুজো মণ্ডপ ৷
দেখুন 360 ডিগ্রি
advertisement
Location :
First Published :
October 14, 2018 3:59 PM IST