১২ শতকের সময়কার এই মন্দিরে সন্ধ্যাবেলা পুজোর প্রসাদ উৎসর্গের সময়ই চুরির ঘটনাটি ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। মন্দিরের সুপারিনটেনডেন্ট শ্রী জ্ঞান প্রকাশ চুরির অভিযোগ জানিয়েছেন পুলিশের কাছে। অন্ধ্রপ্রদেশের সব থেকে বড় মন্দির হল শ্রী গোবিন্দরাজাস্বামী মন্দির৷ বিভিন্ন ধরণের মূল্যবান পাথর খচিত মুকুট শনিবার এখান থেকেই চুরি হয়ে যায় ৷
মন্দির কর্তৃপক্ষ শ্রী জ্ঞান প্রকাশের অভিযোগ অনুযায়ী, সন্ধ্যায় ভক্তদের প্রসাদ বিতরণের সময় মন্দিরে চুরির ঘটনা ঘটে৷ চোর মন্দিরের মধ্যেই ছিল। এই তিনটি মুকুট হল মালায়াপ্পা, শ্রীদেবী এবং ভূদেবীর৷ ১২ দশকের পুরনো মুকুটগুলির ওজন ১,৩০০ গ্রামেরও বেশি৷ মালায়াপ্পা মুকুট ৫২৮গ্রাম, শ্রীদেবী মুকুট ৫২৮গ্রাম, এবং ভূদেবীর মুকুটের ওজন ৪১৫ গ্রাম বলে জানা গিয়েছে৷ তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সে সময় মন্দিরে যারা উপস্থিত ছিল তাঁদের ধরে জিজ্ঞাসাবাদ চলছে৷
advertisement