বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার অসমে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷ আকাশপথে ঘুরে দেখলেন বন্যা কবলিত মরিগাঁও নগাঁও ও কাজ়িরাঙা এলাকা ৷ এরপর তিনি ভগতগাঁও ক্যাম্পেও যান যেখানে বহু মানুষ আশ্রয় নিয়েছেন ৷
এদিন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে ৷ বন্যায় ক্ষতিগ্রস্তদের ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷
advertisement
গতকাল বন্যা বিপর্যস্ত ধুবরি ও চিরঙ জেলা পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল ৷ সঙ্কটের এই পরিস্থিতিতে উদ্ধার কাজে জোর দিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি ৷ ত্রাণ শিবিরে চিকিৎসা পরিষেবা , পানীয় জল এবং অন্যান্য সুবিধা খতিয়ে দেখেন তিনি ৷
এবছর অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২১টি জেলার ৩ হাজারটি গ্রাম। উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা, NDRF, SDRF।
বন্যার হাত থেকে রেহাই পায়নি কাজিরাঙা জাতীয় উদ্যোনও ৷ বন্যার জলে প্লাবিত ইউনেস্কোর ওয়াল্ড হেরিটেজ সাইটটি। কর্তৃপক্ষের দাবি, চারশো তিরিশ বর্গ কিলোমিটারের কাজিরাঙা জাতীয় উদ্যানের প্রায় সত্তর শতাংশই জলের তলায়। এই পরিস্থিতিতে উঁচু জায়গার খোঁজে কাজিরাঙা ছাড়তে শুরু করেছে জন্তুজানোয়াররা।