TRENDING:

তথ্যপ্রযুক্তি সংস্থায় ৪৩ জন সহকর্মীর হাতে শ্লীলতাহানির শিকার তরুণী

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়ডা: অমানবিক ! তথ্যপ্রযুক্তি সংস্থার ৪৩ জন সহকর্মীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করলেন এক মহিলা ইঞ্জিনিয়ার ৷ নয়ডা থানায় অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতা বছর ২০-র তরুণী ৷ ঘটনাস্থল গাজিয়াবাদ ৷
advertisement

২০১৬ সাল থেকে নয়ডার একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন নিগৃহীতা তরুণী ৷ তবে, সমস্যার সূত্রপাত হয় ২০১৭ সালের নভেম্বর থেকে ৷ অফিসের মধ্যেই একাধিকবার শ্লীলতাহানির শিকার হতে হয়েছে তাকে ৷ এমনকী, পদন্নোতির জন্য ওই তরুণীকে রাত কাটানোর জন্যও প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷

এর পাশাপাশি হোয়াটসঅ্যাপেও আপত্তিকর মেসেজ আসত ওই তরুণীর কাছে ৷ অফিসের পুরষ কর্মীরা তাকে পুরুষাঙ্গের ছবি তুলে যৌনসঙ্গম করার প্রস্তাব দিত বলেও অভিযোগ জানিয়েছেন ওই তরুণী ৷

advertisement

গোটা ঘটনাটি নিয়ে রাজ্য মহিলা কমিশন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছেও দ্বারস্থ হন ওই তরুণী ৷ কিন্তু অভিযোগ জানানোর পরও কোনও আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়নি অভিযুক্তদের বিরুদ্ধে ৷ এমনটা দাবি করেন ওই তরুণী ৷

তরুণীর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷ যদিও এখনও অবধি কাউকে গ্রেফতার করেনি পুলিশ ৷ অফিসের সিসিটিভি ফুটেজ দেখে অভিযোগের সত্যতা যাচাইয়ের পরই অভিযুক্তদের গ্রেফতার করবে পুলিশ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আরও পড়ুন:আসন্ন তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে মোদি-শাহের জুটিকে হারিয়ে কংগ্রেসের জয় নিশ্চিত: সমীক্ষা

বাংলা খবর/ খবর/দেশ/
তথ্যপ্রযুক্তি সংস্থায় ৪৩ জন সহকর্মীর হাতে শ্লীলতাহানির শিকার তরুণী