TRENDING:

২০ মাসের শিশু নিজে মরেও বাঁচিয়ে দিয়ে গেল ৫ জন মৃত্যুপথযাত্রী শিশুকে!

Last Updated:

নিজের মেয়েকে হারিয়েও অন্য পাঁচ শিশুকে জীবন ফিরিয়ে দিতে পেরে চোখে জল নিয়েও স্বস্তির হাসি হাসছেন ধনিষ্ঠার বাবা-মা ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশের সর্বকনিষ্ঠ অঙ্গদাতা হল ছোট্ট ফুটফুটে ওই মেয়েটা । যে নিজে চলে গিয়েও বাঁচিয়ে দিয়ে গেল তারই মতো আর পাঁচ শিশুকে । এ বার থেকে সেই পাঁচ শিশুর মধ্যে দিয়ে বেঁচে থাকবে সে । নিজের মেয়েকে হারিয়েও অন্য পাঁচ শিশুকে জীবন ফিরিয়ে দিতে পেরে চোখে জল নিয়েও স্বস্তির হাসি হাসছেন ধনিষ্ঠার বাবা-মা ।
advertisement

২০ মাসের ধনিষ্ঠা দিল্লির রোহিনী এলাকার বাসিন্দা । ৮ জানুয়ারি নিজের বাড়ির একতলার ব্যালকনি থেকে নীচে পড়ে যায় সে । সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসা হয় দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে । কিন্তু চিকিৎসকদের হাজার চেষ্টা সত্ত্বেও ১১ জানুয়ারি তার ব্রেন ডেইথ ঘোষণা করা হয় । যদিও তারপরেও ধনিষ্ঠার চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন তার বাবা-মা ।

advertisement

এরই মধ্যে তাঁদের সঙ্গে পরিচয় হয় অসহায় ওই শিশুদের বাবা-মায়ের । চোখের সামনে তাঁরা দেখেন, অঙ্গপ্রতিস্থাপন হচ্ছে না বলে কত বাবা-মা চোখের জল ফেলছেন । তখনই তাঁরা স্থির করেন, তাঁদের মেয়েকে কবর দিয়ে বা পুড়িয়ে না ফেলে তার অঙ্গ দান করবেন তাঁরা । এ বিষয়ে শ্রী গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান ডঃ ডিএস রানার সঙ্গে কথা বলেন ধনিষ্ঠার বাবা আশীষ কুমার । তিনি জানান, মেয়ের অঙ্গদান করতে চান তিনি । আশীষবাবুর এ কথা শুনে সকলেই একবাক্যে রাজি হন । তিনি বলেন, ‘‘প্রতি মিলিয়নে ০.২৬ শতাংশ অঙ্গদান হয় । প্রতি বছর ৫ লাখ মানুষ মারা যান অঙ্গ না পেয়ে ।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

মস্তিষ্ক ছাড়া ধনিষ্ঠার অন্য অঙ্গগুলি দারুণভাবে কাজ করছে । তাঁর হৃদপিণ্ড, লিভার, দু’টি কিডনি, কর্নিয়া দান করা হয়েছে । কিনডি দেওয়া হয়েছে একজন প্রাপ্তবয়ষ্ককে ।

বাংলা খবর/ খবর/দেশ/
২০ মাসের শিশু নিজে মরেও বাঁচিয়ে দিয়ে গেল ৫ জন মৃত্যুপথযাত্রী শিশুকে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল