TRENDING:

প্রবল বৃষ্টিতে কেরলে বন্ধ বিমান পরিষেবা, জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তিরুঅনন্তপুরম: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরল ৷ বৃষ্টিপাতের জেরে শুরু হয়েছে ভূমিধ্বস ৷ যার জেরে বৃহস্পতিবার অবধি এখনও ২০ জনের মৃত্যুর খবর মিলেছে ৷ প্রবল বৃষ্টির জেরে ইডু্ক্কি জেলার পরিস্থিতি ভয়াবহ ৷ ওই জেলাতেই একই পরিবারের ৫ জন-সহ ১০ জনের মৃত্যুর খবর মিলেছে ৷
advertisement

বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রন করতে ইডামালায়ারের চারটি বাঁধ খুলে দেওয়া হয়েছে ৷ যার জেরে পেরিয়ার নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে ৷ কোচি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে বিমান ওঠানামার উপরও সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ দুপুর ১.৪০ থেকে পুরোপুরি ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বিমান পরিষেবা ৷ যদিও তার আগে ব্যাহত ছিল পরিষেবা ৷ কোচি বিমানবন্দরের খুব কাছেই রয়েছে পেরিয়ার নদী ৷ যার জেরেই বন্ধ করে দেওয়া হয়েছে বিমান চলাচল ৷ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ৷

advertisement

গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে কেরলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন একটি বৈঠক ডেকেছেন ৷ পরিস্থিতি নিয়ন্ত্রন করতে কি জরুরি ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে এই বৈঠকে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
আড়াই বছরের শিশুর কাণ্ড বিজ্ঞানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে! কীভাবে এমন সম্ভব?
আরও দেখুন

যদিও আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে ৷ ফলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
প্রবল বৃষ্টিতে কেরলে বন্ধ বিমান পরিষেবা, জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী