৩ দিন কেটে গেলেও কুয়ো থেকে বের করা যায়নি তামিলনাড়ুর ত্রিচির শিশুকে। খেলতে খেলতে ৯০ ফুট গভীর পরিত্যক্ত কুয়োতে পড়ে যায় ২ বছরের শিশু। ৩ দিন পরও উদ্ধার করা সম্ভব হয়নি। টানা ৩ দিন ছিল না জল, মেলেনি খাবার।
শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে। খুঁড়ে রাখা কুয়োয় পড়ে যায় শিশু। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে, চেষ্টা করা হয়েছিল শিশুটিকে জল পান করানোর। গর্তে লাগাতার অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।
advertisement
জানা গিয়েছে, শুক্রবার বিকেলে বাড়ির কাছেই নিজেদের ফার্মে বাবার সঙ্গে খেলছিল দু–বছরের সুরজিত্ উইলসন। সেখানেই ছিল মুখ খোলা অবস্থায় ২৫ ফুট গভীর একটি পরিত্যক্ত কুয়ো। খেলতে খেলতে আচমকাই কুয়োয় পড়ে যায় সুরজিত্। বাচ্চাটির বাবা সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন। খবর যায় উদ্ধারকারী দলের কাছেও। প্রথমে ৩০ মিটার গভীরে আটকে থাকলেও পড়ে আরও গভীরে চলে যায় সুরজিৎ। শেষ পাওয়া খবরে, ৭০ মিটার গভীরে গিয়ে আটকে রয়েছে সে। ইতিমধ্যে পাশ থেকে আরও একটি সুড়ঙ্গ খুঁড়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করা হয়েছিল। কিন্তু ১০ মিটার পড়েই পাথরের আস্তরণ থাকায় উদ্ধারকার্য থমকে যায়। ৩ দিন কেটে গেলেও গভীর ওই কুয়ো থেকে এখনও শিশুটিকে বের করা সম্ভবপর হয়নি।