সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এদিন ভোরে পুলওয়ামার আদালত প্রাঙ্গণে ঢুকে গুলি চালাতে শুরু করে সন্ত্রাসবাদীরা। আচমকা গুলিবর্ষণে লুটিয়ে পড়েন দুই কর্তব্যরত পুলিশকর্মী। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেন পুলিশকর্মীরাও। গুলির লড়াইয়ে আরও তিনজনের আহত হওয়ার খবর মিলেছে। এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে সেনা।
আরও পড়ুন
রাষ্ট্রীয় মহিলা কমিশনের উদ্যোগে মহিলাদের জন্য বিপুল আয়ের সুযোগ
advertisement
অন্যদিকে, এদিনই ভোররাতে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে কয়েকঘণ্টার ব্যবধানে পর পর গ্রেনেড হামলা চালায় সন্ত্রাসবাদীরা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, গ্রেনেড হামলায় আহত ১০ জন সিআরপিএফ জওয়ান। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুরো এলাকা ঘিরে ফেলেছে সিআরপিএফ। আরও কোনও জঙ্গি সেখানে লুকিয়ে আছে কিনা তা খুঁজে দেখছে জওয়ানরা।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 12, 2018 10:33 AM IST