পুলিশ সূত্রের দাবি, গত এক বছর ধরে আইএসআই-এর হাতে সংবেদনশীল তথ্য তুলে দিচ্ছিল ওই কিশোর৷ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে ওই সমস্ত তথ্য পাকিস্তানে পাঠিয়েছিল ওই কিশোর৷ কীভাবে ওই কিশোর পাকিস্তানে তথ্য পাঠিয়েছে এবং কী কী তথ্য পাঠানো হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে৷
পুলিশ আধিকারিকরাও এই ঘটনায় যথেষ্টই উদ্বেগ প্রকাশ করেছেন৷ কারণ তাঁদের মতে এবার ভারতের কিশোর-কিশোরীদেরও চরবৃত্তির জন্য টার্গেট করছে পাকিস্তান৷ যা নিরাপত্তার দিক দিয়ে অত্যন্ত বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ বলেই মত পুলিশ আধিকারিকদের৷
advertisement
তদন্তকারীদের ধারণা, পঞ্জাবেই আরও বেশ কিছু নাবালক চরবৃত্তির সঙ্গে যুক্ত রয়েছে৷ এই তথ্য সামনে আসার পরই রাজ্য জুড়ে সমস্ত থানাকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে৷ পুলিশের দাবি, নাবালকদের চরবৃত্তিতে লাগানোর পিছনে কোন চক্র কাজ করছে তা চিহ্নিত করার চেষ্টা চলছে৷ তবে নাবালক অপরাধী হিসেবেই ওই কিশোরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হচ্ছে৷
