TRENDING:

পুলিশের গুলিতে খতম ১৪ মাওবাদী

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: পুলিশের সঙ্গে তুমুল গুলির লড়াইয়ে খতম ১৪ জন মাওবাদী ৷ রবিবার সকালে মহারাষ্ট্রের গরচিরোলি জেলায় পুলিশের এনকাউন্টার শুরু হয় ৷ এখনও চলছে গুলির লড়াই ৷
advertisement

সূত্রের খবর, রবিবার সকাল থেকে শুরু হয় গুলির লড়াই ৷ বিশেষ ট্রেনিং প্রাপ্ত C-60 কম্যান্ডোদের সঙ্গে গুলির লড়াইয়ে ১৪ জন মাওবাদীকে খতম করে কম্যান্ডোরা ৷ ভামরাগাড়ে তারগাঁওতে চলছে এখন গুলির লড়াই ৷ যেটি গরচিরোলি থেকে প্রায় ৭৫০ কিলোমিটার দূরে ৷ গরচিরোলি জেলার গভীর জঙ্গলে আত্মগোপন করেছিল মাওবাদীরা ৷ সেখানেই আচমকা পুলিশের আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে মাওবাদীরা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গরচিরোলি থানার ডিরেক্টর জেনারেল সতীশ মাথুর জানিয়েছেন, সাম্প্রতিক কালে মাওবাদীদের খতম করতে এহেন বড় অপরেশন হয়নি ৷ মাওবাদী খতমের তালিকায় রয়েছে গরচিরোলি ডিভিশনের মাওবাদীদের ডিভিশনাল কমিটির সদস্য সিনু ৷ এছাড়াও নিহতদের তালিকায় রয়েছে আর এক ডিভিশনাল কমিটির সদস্য পেরিমিলি দালাম ৷ এরা পাশাপাশি এই অভিযানেই দুই মাও কমান্ডারকে খতম করেছে গরচিরোলি থানার পুলিশ ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
পুলিশের গুলিতে খতম ১৪ মাওবাদী