TRENDING:

পুলিশের গুলিতে খতম ১৪ মাওবাদী

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: পুলিশের সঙ্গে তুমুল গুলির লড়াইয়ে খতম ১৪ জন মাওবাদী ৷ রবিবার সকালে মহারাষ্ট্রের গরচিরোলি জেলায় পুলিশের এনকাউন্টার শুরু হয় ৷ এখনও চলছে গুলির লড়াই ৷
advertisement

সূত্রের খবর, রবিবার সকাল থেকে শুরু হয় গুলির লড়াই ৷ বিশেষ ট্রেনিং প্রাপ্ত C-60 কম্যান্ডোদের সঙ্গে গুলির লড়াইয়ে ১৪ জন মাওবাদীকে খতম করে কম্যান্ডোরা ৷ ভামরাগাড়ে তারগাঁওতে চলছে এখন গুলির লড়াই ৷ যেটি গরচিরোলি থেকে প্রায় ৭৫০ কিলোমিটার দূরে ৷ গরচিরোলি জেলার গভীর জঙ্গলে আত্মগোপন করেছিল মাওবাদীরা ৷ সেখানেই আচমকা পুলিশের আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে মাওবাদীরা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভুটান যাওয়া আরও সহজ! সস্তায় কলকাতা থেকে জয়গাঁ এক বাসে, দেখে নিন ভাড়া-সময়সূচি-রুট
আরও দেখুন

গরচিরোলি থানার ডিরেক্টর জেনারেল সতীশ মাথুর জানিয়েছেন, সাম্প্রতিক কালে মাওবাদীদের খতম করতে এহেন বড় অপরেশন হয়নি ৷ মাওবাদী খতমের তালিকায় রয়েছে গরচিরোলি ডিভিশনের মাওবাদীদের ডিভিশনাল কমিটির সদস্য সিনু ৷ এছাড়াও নিহতদের তালিকায় রয়েছে আর এক ডিভিশনাল কমিটির সদস্য পেরিমিলি দালাম ৷ এরা পাশাপাশি এই অভিযানেই দুই মাও কমান্ডারকে খতম করেছে গরচিরোলি থানার পুলিশ ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
পুলিশের গুলিতে খতম ১৪ মাওবাদী