আরও পড়ুন: মাওবাদী বিস্ফোরণে কেঁপে উঠল দান্তেওয়াড়া, শহিদ ৬, আহত ১
সূত্রের খবর, সুকমার আদিবাসী অধ্যুষিত বস্তার এলাকায় মাও দমনে অভিযানে নামে কেন্দ্রীয় বাহিনী৷ গোপন সূত্রে কেন্দ্রীয় বাহিনীর কাছে খবর ছিল, গোলাপ্পল্লি ও কোন্টা গ্রামের মাঝে জঙ্গলে গা ঢাকা দিয়ে আছে অনেক মাওবাদী৷
আরও পড়ুন: ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা !
advertisement
বেগতিক দেখে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা৷ পাল্টা জবাব দেয় জওয়ানরাও৷ জওয়ানদের গুলিতে এখনও পর্যন্ত ১৪ জন মাওবাদীর মৃত্যু হয়েছে৷ পুলিশ জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর কাছে আগেই খবর ছিল, ওই এলাকায় বড় সংখ্যায় মাওবাদী গা ঢাকা দিয়ে রয়েছে৷
আরও পড়ুন: ঝাড়খণ্ডে মাওবাদী-পুলিশ সংঘর্ষে মৃত ৫ মাওবাদী
সুকমার প্রত্যন্ত জঙ্গলে বাড়তি পুলিশ পাঠানো হয়েছে৷ তবে মাওবাদীদের দেহ উদ্ধার হয়েছে কিনা, তা জানা যায়নি৷ কোনও সংঘর্ষে মৃত সদস্যের দেহ সাধারণত মাওবাদীরা সরিয়ে দেয়৷
বর্ষায় যেহেতু জঙ্গলে নদীর জল ঢুকে বন্যা পরিস্থিতি তৈরি হয়, তাই মাওবাদীরা এই সময় জঙ্গল থেকে বেরিয়ে আশপাশের গ্রামে আশ্রয় নেয়৷ সেই সুযোগটাই কাজে লাগিয়েছে বাহিনী৷