তবে উদ্ধারকারীদের অনুমান মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতের সংখ্যাও আরও বাড়বে। ওড়িশার রাজ্য বিপর্যয় মোকাবিলী বাহিনী, সেনাবাহিনী, রেল পুলিশ, একাধিক এনজিও-র পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুনঃ করমণ্ডল দুর্ঘটনায় শনিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা ২৩৩, আহত ৯০০-র বেশি, চলছে উদ্ধারকাজ
advertisement
ইতিমধ্যেই বেশ কয়েকটি কামরা গ্যাস কাটার দিয়ে কাটা হয়েছে, সেখান থেকে জীবিত এবং মৃতদের উদ্ধার করা হয়েছে। স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে তল্লাশি চালানোর জন্য, যাতে কোথাও কেউ কোনও অবস্থাতেই আটকে না থাকেন।
সকাল সকাল ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন নবীন পট্টনায়েক। প্রতি মুহূর্তে খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে প্রতিনিধিদল পাঠিয়েছেন।যাত্রীদের পরিবারের লোকেদের জন্য বেশ অনেকগুলি হেল্পলাইন খোলা হয়েছে। হাওড়াতেও হেল্পলাইন ও বিশেষ ব্যবস্থা করা হয়েছে!
প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রেনের তিনটি স্লিপার বগি ছাড়া বাকি পুরো ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। বলা হচ্ছে, এই ট্রেনটি একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। লাইনচ্যুত বগির সংখ্যা ১৮।