ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের ৷ করোনা ভাইরাসের জেরে দেশের বিভিন্ন রাজ্যে বন্ধ করা হয়েছে স্কুল, কলেজ, সিনেমা হল, শপিং মল ৷ অন্যদিকে, নাগপুরে করোনা আক্রান্ত হয়েছে ১ জন ৷ ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ১০ জন ৷ বাকি ১৭ জন অন্য দেশের নাগরিক ৷ ৮৫ জনের মধ্যে ৬৮ জন ভারতীয় ৷
advertisement
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়ে মারা গেলে, সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারকে ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে৷ চিকিত্সক ও চিকিত্সা কর্মীরাও যদি করোনা আক্রান্ত হয়ে মারা যায়, তা হলেও ৪ লক্ষ টাকা কেন্দ্রীয় সাহায্য পরিবারকে দেওয়া হবে ৷ সব রাজ্য সরকারগুলিকে বলা হয়েছে, জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় বিপর্যয় মোকাবিলা তহবিলের অর্থে করোনা বিপর্যয়ের মোকাবিলা করতে হবে৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 15, 2020 3:44 PM IST