এমনিতেই স্যোশাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় নরেন্দ্র মোদী ৷ জনসংযোগর মধ্যম হিসেবে তিনি নিজেও ব্যবহার করেন ফেসবুক, টুইটার ৷ এমনকি নিজের মন্ত্রীদেরও নির্দেশ দিয়েছেন নতুন এই মাধ্যমের সঙ্গে মানিয়ে নিতে ৷ আর এরই ফল পেয়েছেন তিনি ৷ বিশ্বের অনেক তাবড় তাবড় নেতাকে হারিয়ে এখন তিনিই ফেসবুকে প্রায় ৪৩কোটি ফলোয়ারের মালিক ৷ ডোনাল্ড ট্রাম্পের ফলোয়ার সেখানে প্রায় অর্ধেক , প্রায় ২৩কোটি ৷
advertisement
যদিও টুইটারের সংখ্যা একটু আলাদা ৷ সেখানে এগিয়ে রয়েছেন ট্রাম্প ৷ কিন্তু সেখানেও মোদীর ফলোয়ারের সংখ্যা প্রায় ট্রাম্পকে ছুঁই ছুঁই করছে ৷ বিশেষজ্ঞদের মতে ভারত এবং এশিয়া মহাদেশে ফেসবুকের ব্যবহার বেশি ৷ তাই নেতাদেরও ভক্তরা খুঁজে নেন ফেসবুকের পেজে ৷ যেটা পাশ্চাত্য ঠিক উল্টো ৷ সেখানে টুইটারেই বেশি নজর রাখেন সাধারণ নাগরিক ৷ তাই টুইটার নয়, ফেসবুকে অনায়াসেই ট্রাম্পকে টপকেছেন মোদী ৷