আরও পড়ুন দেশের প্রথম ১৪ লেনের গ্রিন হাইওয়ের উদ্বোধন করলেন মোদি
তিনি টেক স্যাভি৷ টুইটার, ফেসবুকের মত সোস্যাল মিডিয়ায় তিনি জনসংযোগ আগেই তৈরি করেছেন৷ তারপর তিনি বাজারে এনেছেন তাঁর নামের অ্যাপ৷ এবার সেই নামো অ্যাপের মাধ্যমেই তিনি চাইছেন জনতা মার্ক্স দিক তাঁর ৪বছরের কাজকে৷ শুধু তাঁর কাজই নয়, তাঁর দলের সাংসদ ও বিধায়করাও কেমন কাজ করেছেন, জানানোর সুযোগ থাকছে সাধারণ মানুষের৷ কেন্দ্র এবং রাজ্যস্তরে চলবে এই সার্ভে৷ যেখানে সাধারণ নাগরিক বেছে নিতে পারবেন ৩জন জনপ্রিয় বিজেপি নেতাকে যাঁদের সবসময়ই পাশে পাওয়া যায়৷
advertisement
আরও পড়ুনলোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন ঐশ্বর্য রাই
এর আগে নোট বন্দির সময়ও জনতার মতামত জানতে নামো অ্যাপকে ব্যবহার করেছিলেন প্রধানমন্ত্রী৷ মানুষের সুবিধা-অসুবিধা নিয়ে সমীক্ষা চলেছিল৷ ২০১৯-এর আগে তাঁর মিত্রো-রা তাঁকে এবং তাঁর সরকারকে কতটা পয়েন্ট দেবে, সমীক্ষার মাধ্যমে সেই জনতা জনার্দনের মনোভাব বুঝে নিতে চাইছেন নরেন্দ্র মোদি৷