হতাশা এবং ক্ষোভ এখন বিজেপির সঙ্গী ৷ সংসদ চত্বর জুড়ে মুখ ভার গেরুয়া শিবিরের ৷ এহেন পরিস্থিতি থেকে কীভাবে মূল স্রোতে ফিরিয়ে আনা যায় দলকে ? সেই ভাবনাতেই আপাতত ব্যস্ত মোদি আর ‘চাণক্য’ তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ আজ অর্থাৎ বৃহস্পতিবার দিল্লিতে দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করবেন নরেন্দ্র মোদি ৷ বৈঠকে থাকবেন অমিত শাহও ৷ কি কারণে গেরুয়া শিবিরের এই ভরাডুবি অবস্থা ? কীভাবে দলকে আবার চাঙ্গা করা যায় ৷ সেই সমস্ত বিষয় নিয়েই বৈঠক হবে আজ ৷ পাশাপাশি দলকে মূল স্রোতে ফিরিয়ে আনতে বিজেপির পরবর্তী রণকৌশল কি হবে ৷ সেই নিয়েই বৈঠকে আলাপ আলোচনা হতে চলেছে বলে সূত্রের খবর ৷
advertisement
অমিত শাহ এবং নরেন্দ্র মোদি ছাড়াও বৈঠকে থাকবেন পাঁচ রাজ্যের নেতারা ৷ ভোটের ফল নিয়ে হবে চুলচেরা বিশ্লেষণ ৷ কেন এভাবে গো-হারা হারল দল ? সেই নিয়ে উঠে আসছে একের পর এক তথ্য ৷ ছত্তীসগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ ৷ এই তিন রাজ্যের ভোটের হার থেকে একটি বিষয় স্পষ্ট ৷ উচ্চবর্ণ ও ওবিসি-রা বিজেপিকে নিয়ে উৎসাহ দেখায়নি ৷ আবার দলিতদেরও মন জয় করতে পারেনি গেরুয়া শিবির ৷ পাশাপাশি রাফাল থেকে নোটবন্দি, সিবিআইয়ের কোন্দল ৷ একের পর এক ইস্যুতে কোণঠাসা বিজেপি ৷ কি আসল কারণ ৷ সেটাই ভাবাচ্ছে এখন বিজেপিকে ৷ কিন্তু এখন লক্ষ্য লোকসভা নির্বাচন ৷ সেখানে কি মোদি-ফ্যাক্টর কাজ করবে ? সেটাই এখন প্রধান প্রশ্ন ৷