TRENDING:

Murshidabad: ভরতপুরে ব্লকে আয়োজিত হল রাঢ় উৎসব

Last Updated:

ভরতপুরে ব্লকে আয়োজিত হল রাঢ় উৎসব  

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৌশিক অধিকারীঃ ভরতপুরঃ বর্তমান যুগে স্মার্ট ফোনে বন্দি যুব সমাজ, এমনকি পরিবারের বয়স্করাও। ভুলতে বসেছেন নিজস্ব সংস্কৃতি, গ্রামীণ উৎসব। লোক জীবনের সংস্কৃতি আর প্রান্তজনের কথা নিয়ে রবিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার, ভরতপুর ব্লকের অন্তর্গত জজান সড়কবুড়ির মাঠে আয়োজন করা হল রাঢ় উৎসবের। মুলত গ্রাম বাংলার রায়বেশে, বোলান, নাটক সহ একাধিক লোক সংস্কৃতি কে বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়ে এই রাঢ় উৎসবের আয়োজন করা হয়েছে। যা মন কেড়েছে সকলের। একদা রণ পা-র তালে তালে রায়বেশে নৃত্য পরিবেশন করা হত, যা এক সময়ের প্রাচীন গ্রাম বাংলার অন্যতম সংস্কৃতি বলে পরিচিত ছিল। আজও মুর্শিদাবাদ জেলার বেশ কিছু ব্লকে রায়বেশে নাচের অনুশীলন করা হয়। তবে শুধু রায়বেশে নয়, গ্রাম বাংলার বোলান গান সহ নাটকও মঞ্চস্থ করা হয়। রবিবার এই উৎসবে উপস্থিত ছিলেন, ভরতপুর থানার ওসি রাজু মুখার্জি, ভরতপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ বিশ্বজিৎ বাগদী সহ বিশিষ্ট ব্যক্তিরা। উদ্যোক্তারা জানিয়েছেন, বর্তমানে নিজের সংস্কৃতিকে ভুলে যাচ্ছেন অনেকেই। সাংস্কৃতিক আগ্রাসনে বিলীন হয়ে যাচ্ছে অনেক গ্রামীণ উৎসব। সেই সংস্কৃতিকে বহমান রাখতেই জজানে অনুষ্ঠিত হল এই রাঢ় উৎসব। যুদ্ধ নয় শান্তি চাই - এই বার্তা দিয়ে মঞ্চস্থ হল নাটক। আগামী দিনে মুর্শিদাবাদ জেলার হারিয়ে যেতে বসা গ্রামীণ সংস্কৃতিকে উজ্জীবিত করে তোলাই একমাত্র লক্ষ্য বলে দাবি উদ্যোক্তাদের ।গ্রামীণ সংস্কৃতিকে উজ্জীবিত করতে ভরতপুরে ব্লকের জজানে আয়োজিত হল এই রাঢ় উৎসবের। যা দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ ।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: ভরতপুরে ব্লকে আয়োজিত হল রাঢ় উৎসব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল