TRENDING:

Murshidabad News- পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Last Updated:

মঙ্গলবার দুপুরে স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় প্রিয়াঙ্কার ওপর ও তাকে খুন করে বলে অভিযোগ। ঘটনার কথা জানাজানি হতেই ছুটে আসে প্রতিবেশীরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রঘুনাথগঞ্জঃ স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী। এমন‌ই অভিযোগ উঠল মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত, কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে (Murshidabad News)। পুলিশ জানিয়েছে, মৃত গৃহবধূর নাম প্রিয়াঙ্কা ঘোষ, বয়স ২০ বছর।অভিযুক্ত স্বামীর নাম শরৎ ঘোষ। জানা যায়, এক বছর আগে প্রিয়াঙ্কা ঘোষের সাথে বিয়ে হয় শরৎ ঘোষের। মৃত গৃহবধূর বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকেই প্রিয়াঙ্কা জানতে পারে, শরৎ ঘোষ তার বৌদির সাথে অবৈধ সম্পর্কে জড়িত ছিল। এই ঘটনার প্রতিবাদ করাতেই শুরু হয়েছিল নিত্য অশান্তি।
রঘুনাথগঞ্জে মৃত গৃহবধূর পরিবারের সদস্যরা 
রঘুনাথগঞ্জে মৃত গৃহবধূর পরিবারের সদস্যরা 
advertisement

জানা গিয়েছে, ফের এই সম্পর্কের প্রতিবাদ করলে মঙ্গলবার দুপুরে স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় প্রিয়াঙ্কার ওপর ও তাকে খুন করে বলে অভিযোগ। ঘটনার কথা জানাজানি হতেই ছুটে আসে প্রতিবেশীরা। দেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ (Murshidabad News)। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ প্রশাসন। যদিও ঘটনার পর থেকেই পলাতক স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যরা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জঙ্গিপুর জেলা পুলিশ জানিয়েছে, একটা খুনের ঘটনা ঘটেছে। তবে ঘটনার পর পলাতক সকলেই। দোষীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাওকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উৎসবের মরশুমে শুরু হয়ে গেল বই পার্বণ! কোথায় হচ্ছে, কতদিন চলবে জানুন
আরও দেখুন

Koushik Adhikary

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News- পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল