জানা গিয়েছে, ফের এই সম্পর্কের প্রতিবাদ করলে মঙ্গলবার দুপুরে স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় প্রিয়াঙ্কার ওপর ও তাকে খুন করে বলে অভিযোগ। ঘটনার কথা জানাজানি হতেই ছুটে আসে প্রতিবেশীরা। দেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ (Murshidabad News)। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ প্রশাসন। যদিও ঘটনার পর থেকেই পলাতক স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যরা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জঙ্গিপুর জেলা পুলিশ জানিয়েছে, একটা খুনের ঘটনা ঘটেছে। তবে ঘটনার পর পলাতক সকলেই। দোষীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাওকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।
advertisement
Koushik Adhikary
