পাশাপাশি খড়গ্রামের বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা কর্মীরা। শুক্রবার খড়গ্রাম থানার নগর এলাকায় বিডিও অফিসের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির একাধিক নেতৃত্ব ও কর্মীরা। উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি আদিত্য মেলি বলেন, পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের প্রতিবাদে আমরা বিডিও-র কাছে পুনরায় সুষ্ঠভাবে পঞ্চায়েত নির্বাচনের দাবি জানাচ্ছি।
advertisement
আরও পড়ুন: মণিপুর কাণ্ডে পুলিশের জালে ১৯ বছর বয়সি অভিযুক্ত, গ্রেফতার বেড়ে ৫
রঘুনাথগঞ্জ ২ নম্বর বিডিও অফিসে বিডিওকে মিষ্টিমুখ করিয়ে এবং গোলাপ দিয়ে অভিনব প্রতিবাদ জানায় বিজেপি নেতা কর্মীরা। এ দিন অসংখ্য বিজেপি নেতা কর্মীরা বিডিও অফিসের সামনে ধরনায় বসেন। বিজেপি নেতা জয়দেব দাস বলেন, পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসে প্রশাসন শাসক দলকে সহায়তা করেছে। তাই আমরা বিডিওকে মিষ্টিমুখ করালাম। এবং গোলাপ দিয়ে সংবর্ধনা জানালাম।
রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের বিডিও আবু তোয়েব বলেন, রঘুনাথগঞ্জে মানুষ নির্বিঘ্নে ভোট দিয়েছে। কোনও রকম সমস্যা হয়নি। বিজেপির পক্ষ দেওয়া থেকে অভিযোগ গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে হরিহরপাড়ার বিডিও অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয় বিজেপি নেতা ও কর্মীদের পক্ষ থেকে। এ দিন কোনও রকম বিশৃঙ্খলা এড়াতে হরিহরপাড়া ব্লক চত্বরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। বিজেপি নেতা তন্ময় বিশ্বাস বলেন, ভোটে প্রতিটি বুখে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার কথা থাকলেও। কেন্দ্রীয় বাহিনীর দেখা পাওয়া যায়নি। নির্বাচনের নামে প্রহসন হয়েছে। সাধারণ মানুষের গণতন্ত্রের দাবিতে আমাদের লড়াই চলবে। কান্দিতেও বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে বিজেপি। এরপর পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের প্রতিবাদে বিভিওকে ডেপুটেশন জমা দেওয়া হয়।