বুধবার নাবালিকার বিয়ে বন্ধ করার পর ভরতপুর ব্লকের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবী সংস্থা সিনির ওবজারভার দিব্যেন্দু পাল জানান, "মুর্শিদাবাদ জেলাতে ইতিমধ্যেই একাধিক নাবালিকার বিয়ে রদ করা হয়েছে। ১৮ বছর না হলে বিয়ে দেওয়া হলে বাড়ির কন্যা দের যা সমস্যা হয় তা বোঝানো হয়েছে পরিবার কে। ইতি মধ্যেই আমরা একাধিক শিবির করেছি, তবুও অনেক অংশেই গ্রামীণ এলাকায় মানুষ সচেতন নয়। ১৮ বছরের আগেই বিয়ে দিয়ে দিচ্ছে। আমরা যখনই খবর পাচ্ছি সেই বিয়ে রদ করা হচ্ছে প্রশাসনিক সহযোগিতা নিয়ে। মোবারক মল্লিক তার কন্যার ১৮ বছর না হতেই তার বিবাহ ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে তার নাবালিকার বয়স মাত্র ১৬ বছর। আর তাই আমরা এই বিয়ে রদ করতে সক্ষম হয়েছি", বলে জানান তিনি। (Murshidabad News) মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, "নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছে জেলার বিভিন্ন জায়গায়। আমরা খোঁজ পাচ্ছি। স্বেচ্ছাসেবী সংস্থা ও পুলিশ প্রশাসন ব্লক প্রশাসন কে সাথে নিয়েই আমরা নাবালিকার বিয়ে রদ করতে সচেষ্ট হচ্ছি। বিগত দুই বছরে মোট ২৫৬ জনের বিয়ে আটকানো হয়েছে বলে জানানো হয়েছে।"
advertisement
Koushik Adhikary