বিরল রোগে আক্রান্ত ইরফান খান, নিজেই জানালেন টুইটারে
অভিযুক্ত ব্যবসায়ীর নাম অমর খান্না ৷ বহু বছর থেকেই এই ব্যবসায়ীর সঙ্গে আলাপ জিনতের ৷ এমনকী, দু’জনের পরিবারের সঙ্গেও ভালো যোগাযোগ রয়েছে ৷ জিনত পুলিশকে জানিয়েছেন, ব্যবসায়ী নিয়মিত ফোন করে তাঁকে বিরক্ত করেব ৷ এমনকী, মোবাইলে নানারকম ভিডিও ক্লিপও পাঠাত ওই ব্যবসায়ী ৷ মাঝে মধ্যে জিনতের পিছুও নিতেও সে ৷
advertisement
ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ডি ধারা ও ৫০৯ ধারায় মহিলাকে উত্যক্ত করা ও তাঁর সম্মানহানি করার মামলা দায়ের করা হয়েছে অমর খান্নার বিরুদ্ধে।
Location :
First Published :
March 23, 2018 1:11 PM IST