TRENDING:

রোহিতের হাতেই থাকছে অধিনায়কত্বের ব্যাটন, ১৮ জন প্লেয়ার ধরে রাখল মুম্বই

Last Updated:

নিজের কোর টিমকে ধরে রাখল মুম্বই ইন্ডিয়ন্স ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই : ২০১৯ আইপিএলের জন্য ১৮ জন ক্রিকেটারকে ধরে রাখল মুম্বই ইন্ডিয়ান্স ৷ তবে ছেড়েও দিয়েছে ১০ জন ক্রিকেটারকে , যার মধ্যে একজন ক্যাপড প্লেয়ার , ৫ জন আনক্যাপড প্লেয়ার এবং ৪ জন আন্তর্জাতিক প্লেয়ার ৷
advertisement

মুম্বই ইন্ডিয়ান্স প্রথম থেকেই প্রতিভা খুঁজে এনেছে ৷ তারাই ভারতীয় ক্রিকেটে উপহার দিয়েছে হার্দিক পান্ডিয়া, ক্র‌ুনাল পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, মায়াঙ্ক মারকান্দে, আদিত্য তারে, ইশান কিষাণ, রাহুল চাহার,অনকূল রায়, সূর্যকুমার যাদবের মতো ক্রিকেটারদের ৷

তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে দল তৈরি করতে সিদ্ধহস্ত আইপিএলের মুম্বই ফ্রাঞ্চাইজিরা ৷ কিরন পোলার্ড, বেন কাটিং, বিধ্বংসী ওপেনার এভিন লুইস, কিউয়ি প্লেয়ার মিচেল ম্যাকলাঘান ও অ্যাডাম মিলনকে রাখছে তারা ৷ এছাড়াও ম্যানেজমেন্ট অজি টি-টোয়েন্টি স্পেশালিস্ট জেসন বেহেনড্রফকে রাখছে তারা ৷

advertisement

আরও পড়ুন - সাপ গলায় ঝুলিয়ে সেলফি, তারপর যা হল, দেখুন ভাইরাল ভিডিও

আইপিএল ইতিহাসের সফলতম অধিনায়ক রোহিত শর্মাই মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন ৷ ২০১৮ আইপিএলের শুরুতেই যাঁরা বেরিয়ে গিয়েছিলেন সেই প্রোটিয়া ক্রিকেটার ডুমিনি এবং অজি পেসার প্যাট কামিন্স বাদ পড়েছেন ৷ বাদ গিয়েছেন  বাংলাদেশি মুস্তাফিজুর রহমান ও শ্রীলঙ্কার ক্রিকেটার অকিলা ধনঞ্জয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ট্রেন টিকিটের চিন্তা দূর! সস্তায় কলকাতা থেকে এক বাসে ভুটান, দেখে নিন ভাড়া-সময়সূচি-রুট
আরও দেখুন

বাদের তালিকায় আরও রয়েছেন সৌরভ তিওয়ারি. প্রদীপ সাঙ্গওয়ান, মহসিন খান, এমডি নিধিশ, শরদ লুম্বা, তাজিন্দর সিং ধিঁলো ৷

বাংলা খবর/ খবর/খেলা/
রোহিতের হাতেই থাকছে অধিনায়কত্বের ব্যাটন, ১৮ জন প্লেয়ার ধরে রাখল মুম্বই