আরও পড়ুন: বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র, মৃত ৫, রাস্তা ধসে ক্ষতিগ্রস্ত ৭টি গাড়ি
ঘটনার সূত্রপাত গত শুক্রবার ৷ ১০ মাসের ছেলেকে নিয়ে বাড়িতে একাই ছিলেন অভিযুক্ত মহিলা ৷ সেই সময়ই নিজের ১০ মাসের ছেলেকে খুনের পরিকল্পনা করে সে ৷ প্রথমে গলা টিপে খুন করে ৷ তারপর খুনের দায় এড়াতে কুয়োর মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হয় শিশুটিকে ৷ এরপর যাতে সন্দেহ না হয় কারোওর ৷ সেজন্য থানায় গিয়ে ছেলেকে খুঁজে না পাওয়ার জন্য লিখিত অভিযোগও জানায় সে ৷ এরপরই ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে এই ভয়ঙ্কর তথ্য ৷
advertisement
ঘটনার তদন্তে নেমে বাড়ির উঠোনে থাকা কুয়োর মধ্যে থেকে ওই শিশুটির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ৷ কুয়োর ভিতরে শিশুটির পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ জেরার সময়ই সে কন্যাসন্তান না থাকার ক্ষোভ প্রকাশ করেছেন বারবার ৷